ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ভারতের ‘হৃদয়’ পেল পাকিস্তানের আয়েশা

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৫ অপরাহ্ন

mzamin

ভারতীয় হৃদয়ে নতুন জীবন ফিরে পেলেন পাকিস্তানি তরুণী।  দেশের দক্ষিণপ্রান্তে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে হার্ট ট্রান্সপ্লান্ট হয় পাকিস্তানের  আয়েশা রাশানের (১৯)। মাত্র ১৯ বছর বয়সেই হার্ট ফেলিওর হয়েছিল আয়েশার। তাকে একমো (ECMO) সাপোর্টে রাখা হয়। এটি এক ধরনের লাইফ সাপোর্ট সিস্টেম। যখন জটিল কোনও রোগ বা আঘাতের কারণে হৃদযন্ত্র বা ফুসফুস সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়, তখন একমো সাপোর্টে রাখা হয়। কিন্তু আয়েশার একটি ভালভ ফুটো হয়ে যায়। চিকিৎসকরা জানান, সম্পূর্ণ হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনও উপায় নেই। এরপরে চেন্নাইয়ের হাসপাতালের চেষ্টাতেই হার্ট ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা হয়। দিল্লি থেকে হার্ট আনা হয় এবং সফলভাবে অস্ত্রোপচার করা হয়। 

চিকিৎসকেরা জানিয়েছেন, আয়েশার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই সে পাকিস্তানে ফিরে যেতে পারবে।

বিজ্ঞাপন
জটিল অস্ত্রোপচার করার জন্য এক টাকাও নেননি সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষ। আয়েশা রাশান,  ফ্যাশন ডিজাইন অধ্যয়ন করতে চান। তার পরিবার বলেছে যে  ট্রাস্ট এবং চেন্নাইয়ের ডাক্তারদের সহায়তা ছাড়া অপারেশনের খরচ  বহন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। হার্ট প্রতিস্থাপনের পর এখন ভালো আছেন আয়েশা। ডাক্তার, হাসপাতাল এবং মেডিকেল ট্রাস্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চিকিৎসকরা জানাচ্ছেন, রাশান যখন হাসপাতালে আসে তখন তার অবস্থা বেশ গুরুতর ছিল।  হৃদযন্ত্র কাজ করছিলো না। একমো সাপোর্টে রাখার পরও ভাল্ভে ফুটোর কারণে  হার্ট ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হয়। একটি হার্ট ট্রান্সপ্লান্টে ৩৫ লাখের বেশি খরচ হয়। এই বিলটি মিটিয়েছেন হাসপাতালের ডাক্তার এবং ঐশ্বর্য্যন নামক একটি ট্রাস্ট। চিকিৎসকরা জানাচ্ছেন রাশান দ্রুত হার্ট পেয়েছিলেন কারণ দ্বিতীয় কোনও দাবিদার  ছিল না। অন্যথায় একজন বিদেশী প্রাপক এতো তাড়াতাড়ি কোনো  অঙ্গ পেতে পারে না। তামিলনাড়ু অঙ্গ দান এবং প্রতিস্থাপনে   কয়েক দশক ধরে অনেকটাই অগ্রগতি দেখিয়েছে। 
চিকিৎসকরা অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে আরও ভাল নীতির জন্য সরকারের কাছে আবেদন করেছেন। তাদের দাবি, ট্রান্সপ্লান্ট সার্জারির উচ্চ ব্যয়ের কারণে বেশ কয়েকটি কার্যকর দান করা অঙ্গ বাতিল করা হচ্ছে, কারণ  বেশিরভাগ লোকের পক্ষে এই অস্ত্রোপচারের খরচ বহন করা সম্ভব নয়।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

ভারতের চিকিৎসা সেবা অনেক উন্নত।

মিলন আজাদ
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৫ অপরাহ্ন

একটা কথাই শুধু সবিনয়ে স্মরণ করিয়ে দিতে চাইঃ ভারত সরকারের বিরোধিতা আর ভারত (তথা তার জনগণ) বিরোধিতা এক কথা নয়।

Mike Mustafa
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৪:৪২ অপরাহ্ন

Alhamdulilah.A lot of blessings for the Hospital authority and my dear manabjamin.

Md Sohrab Hossain
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৬ অপরাহ্ন

Textbook PR move before election.

tomal
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ২:৩৯ অপরাহ্ন

কত জন বাংলাদেশীকে হত্যা করেছে রমজান মাসে?

Dr. Khan
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ২:৩৫ অপরাহ্ন

এতো প্রচার আর প্রসারের পরেও মাইরি বলছি চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যাবো না। প্রয়োজনে থাইল্যান্ড বা মালয়েশিয়া যাবো। অতয়েব BOYCOTT INDIA !!

ক্ষুদিরাম
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ২:০৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status