ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

আজই 'রাফাহ' হামলার দিকে এগোচ্ছে ইসরাইলি বাহিনী, সংযমের আহ্বান যুক্তরাষ্ট্রের

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৫ অপরাহ্ন

mzamin

ফাইল ছবি

মানবিক বিপর্যয়ের আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার একটি শহর রাফাহতে স্থল অভিযানের দিকে এগোচ্ছে। রাফাতে আসন্ন হামলার আগে ইসরাইলি সামরিক বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। একজন সিনিয়র ইসরাইলি প্রতিরক্ষা কর্মকর্তা টাইমস অফ ইসরাইলকে উন্নয়নের বিষয়টি নিশ্চিত করেছেন, বলেছেন যে রাফাহ দখলের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সরকারি অনুমোদন পাওয়ার সাথে সাথে অপারেশন শুরু হয়ে যেতে পারে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইলকে শহরটিতে আক্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, গাজার ২.৩ মিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি এই শহরে বর্তমানে মাথা গুঁজে আছে। ইসরাইলি সরকার ৪০ হাজার তাঁবু কিনেছে যাতে প্রতিটিতে ১০-১২ জন লোক থাকতে পারে। এটি ইঙ্গিত দেয় যে একটি বড় আকারের স্থানান্তর আসন্ন।

ইসরাইলের একটি সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যে, নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভা রাফাহ থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার অনুমোদনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠক করার পরিকল্পনা করছে, প্রায় এক মাস সময় লাগবে বলে আশা করা হচ্ছে। একটি Axios রিপোর্ট অনুযায়ী, শীর্ষ ইসরাইলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা বুধবার কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে রাফাতে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য অপারেশন নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন।

মিশর ইতোমধ্যেই ইসরাইলকে রাফাহতে অগ্রসর হওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। কায়রো বলেছে যে, রাফাহ আক্রমণ ‘ব্যাপক মানবহত্যা, ক্ষয়ক্ষতি (এবং) ব্যাপক ধ্বংসের দিকে পরিচালিত করবে।’

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটন এখনও রাফাহ সম্পর্কে ইসরাইলের সাথে কথা বলছে এবং উভয় দেশের কর্মকর্তারা শীঘ্রই আবার ব্যক্তিগতভাবে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সাত মাস পেরিয়ে গেছে। হামাস নিধনে এখনও গাজায় অগ্নিবর্ষণ করছে ইসরাইলি ফৌজ। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অনড় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন
লক্ষ্য একটাই। হামাস সমূলে নিধন। আর তার জন্য রাফায় ঢুকে অভিযান শুরু করতেই হবে ইসরাইলি বাহিনীকে। এবার নাকি তারই সময় এসে গেছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

পাঠকের মতামত

বিশ্বে সন্ত্রাসের মূল নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র।

রুহুল
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:১৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র সৌদি আরব পৃথিবীর সবচেয়ে ন্যাক্কার জনক একটা শয়তান দেশ

Nurujaman
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪৮ অপরাহ্ন

Call him Sataniyahu not Netaniyahu.

Md Shariful Islam
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪৪ অপরাহ্ন

রাফায় হামলা চালানোর প্রয়োজনীয় সবুজ সংকেত যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরাইলকে দিয়ে দিয়েছে। এখন যুক্তরাষ্ট্র ন্যাকা ন্যাকা ভাব করছে।

Borno bidyan
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৩:৪৯ অপরাহ্ন

The worst killer is two legs animal Netaneahu

Abul Hayat
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১:৪৩ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status