ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ফরিদপুরে শ্রমিক হত্যার রহস্য উন্মোচন করার আহ্বান নুরের

স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

ফরিদপুরে শ্রমিক হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করে জাতির সামনে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ফরিদপুরে যে ঘটনা ঘটেছে, দু’জন জলজ্যান্ত মানুষকে বেঁধে পিটিয়ে মেরেছে। মেরেছে কে? সেখানকার ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য। এটা নিশ্চয়ই একটি বর্বর ও জঘন্য ঘটনা। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কেন স্থানীয় প্রশাসন এত সময় নিলো? গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ফরিদপুরে শ্রমিকদের বিরুদ্ধে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে পরিকল্পিতভাবে ২ জন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে শ্রমিক অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে। নুরুল হক নুর বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণের জন্য শ্রমিকরা কাজ করছে, সেই নিরীহ শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করলো। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এসব ঘটনাকে মদত দেয়া হয়, রাজনৈতিক ছত্রছায়ায় এসব ঘটনা ঘটানো হয়। 

তিনি বলেন, এই যে কতিপয় কিছু হিন্দু এই ঘটনা ঘটালো, নিশ্চয়ই এর জন্য সমগ্র হিন্দুরা দায়ী নয়। আবার কোথাও কোথাও দু’একজন মুসলমানের সম্পৃক্ততা পাওয়া গেছে, তার জন্য এই সম্প্রদায়ের পুরো মানুষ দায়ী নয়।

নুর বলেন, এই যে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সরকারকে আমরা বলতে চাই- অনতিবিলম্বে এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন
কীভাবে এই ঘটনা ঘটেছে, কারা মদত দিয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জাতির সামনে হাজির করতে হবে। নিরপেক্ষ বিচার বিভাগকে দিয়ে আমরা তদন্তের দাবি জানাই। 
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ফরিদপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা আওয়ামী লীগ নেতারা কখনো এড়াতে পারে না। তাদের প্রতিটি বক্তব্যেই ধর্মনিরপেক্ষতা। অথচ এই ঘটনায় প্রমাণিত হলো আওয়ামী লীগ একটি সাম্প্রদায়িক দল। 

তিনি বলেন, ভারত অখুশি হবে বলে আজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছে না। আজকে বাংলাদেশের ইসলামী দলগুলো কেন প্রতিবাদ করতে পারছে না, সেটি আমাদের খতিয়ে দেখতে হবে। তারা আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে। আমরা যখন যুগপৎ আন্দোলন করেছি তখন ইসলামী দলগুলোকে পাশে পাই নাই। হয়তো তাদের ফোনে বলা হয়েছে, তোমরা মাঠে নামলে গ্রেপ্তার করা হবে। তারা একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। এই আন্দোলনের ফলে যদি আমাদের বিপদের মুখে পড়তে হয়, আমরা তাতেও প্রস্তুত। 

শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার ফয়েজ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুহেল রানা সম্পদ প্রমুখ।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status