ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

তৃষ্ণার্ত, শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-স্যালাইন বিতরণ করেছেন মহানগর আওয়ামী লীগ নেতা রিয়াজ

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ১ মে ২০২৪, বুধবার, ৪:৪৮ অপরাহ্ন

mzamin

তীব্র তাপদাহে মহান মে দিবসে তৃষ্ণার্ত মানুষ, শ্রমজীবী ও সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি (মুক্তা) ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ।
বুধবার ১ মে দুপুরে রাজধানীর বাংলামটর মোড়ে বিশুদ্ধ মুক্তা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। 
বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন শাওন মাহমুদ। তিনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ অনন্য গানটি যার সুরে অমরতা লাভ করেছে সেই শহীদ আলতাফ মাহমুদের কন্যা।
মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, এই তীব্র গরমের মাঝে কর্মক্ষেত্রে যাওয়া-আসায় যারা বের হয়েছেন, তাদেরকে পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছি। তীব্র এই গরমে পানি কিছুটা হলেও কাজে দেবে, কারণ এটা স্বাস্থ্যকর মুক্তা পানি। আমার এই ধরনের কার্যক্রম চলবে, সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি।
এক প্রশ্নের জবাবের তিনি বলেন, মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে মানুষের পাশে থাকুন। আমিও সামর্থ্য অনুযায়ী সেইভাবেই মানুষের পাশে থাকতে চেষ্টা করছি। যদিও এই ধরনের কার্যক্রম চাইলে অনেকেই করতে পারে কিন্তু এর জন্য প্রথমত একটা ভালো মন থাকতে হবে। তাহলেই সম্ভব মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো।
প্রসঙ্গত ইতিপূর্বে ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর জিরো পয়েন্ট ও মতিঝিল শাপলা চত্বরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন রিয়াজ উদ্দিন। তীব্র তাপদাহের মধ্যে বিভিন্ন পেশার শ্রমজীবী ও পথচারীদের মাঝে এই ধরনের মানবিক কার্যক্রমের আজ ছিল তৃতীয় দিন।

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status