ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

লোকসভা ভোটের আগে একান্ত আলাপচারিতায় মোদি -গেটস, উঠলো এআই প্রসঙ্গ

মানবজমিন ডিজিটাল

(৪ সপ্তাহ আগে) ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪২ অপরাহ্ন

mzamin

"ডিপফেকের মতো ভয়ঙ্কর ইস্যুর সঙ্গে লড়াই করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্টের উপরে ওয়াটারমার্ক থাকা উচিত। যদি এই ভাল জিনিস (এআই) কাউকে সঠিক প্রশিক্ষণ ছাড়াই দেওয়া হয়, তবে এর অপব্যবহার হওয়ার সম্ভাবনা প্রবল।" 

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা শিল্পপতি বিল গেটসের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজের উদ্বেগের কথা জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে শিল্পপতি বিল গেটস বলেন, এআই প্রযুক্তির ব্যবহার সদ্য শুরু হয়েছে। এর ভাল-খারাপ উভয় দিকই রয়েছে। তাই একে প্রথম থেকেই চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। প্রসঙ্গত, সম্প্রতিই একাধিক ডিপফেক ভিডিয়োর শিকার হয়েছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। এরপরই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কেন্দ্রের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়। 

এ দিন বিল গেটসের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদি বলেন, “এআই টুল, যেমন চ্যাটজিপিটি দিয়ে মানুষের কাজ সহজ হচ্ছে, তেমনই এই ধরনের প্রযুক্তি যারা ভুলভাবে ব্যবহার করছেন, তারা ভুল পথে চালিত হচ্ছেন। আমরা যদি এআই-কে ম্যাজিক টুল হিসাবে ব্যবহার করি, তবে তা ঘোরতর অন্যায়ের দিকে ঠেলে দেবে।” উদ্বেগের পাশাপাশি গেটসের সাথে কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী এআই এর সাম্প্রতিক ব্যবহারিক কেসগুলিও ভাগ করেছেন, বিশেষ করে জি-২০ ইভেন্টের সময়। মোদি বলেন- “আমাকে এআই এর উত্তেজনাপূর্ণ ব্যবহার শেয়ার করতে দিন। একজন সাধারণ মানুষ কীভাবে এর ব্যবহারিক সুবিধাগুলি প্রদর্শন করে তা দেখে আপনি খুশি হবেন।

বিজ্ঞাপন
আমাদের জি-২০ ক্যাম্পাসে ভাষা ব্যাখ্যার জন্য এআই -ভিত্তিক সমাধান রয়েছে। আমরা সমস্ত বিষয়টিকে একটি মোবাইল অ্যাপ দিয়ে সজ্জিত করেছি, এর ফলে অতিথিদের সাথে নির্বিঘ্ন যোগাযোগে সুবিধা হয়েছে। 

উদাহরণস্বরূপ, যদি একজন অতিথি ফরাসি ভাষায় কথা বলেন, অ্যাপটি এটিকে বোঝার অনুমতি দেবে। এটি বিভিন্ন ভাষার ভাষাভাষীদের মধ্যে মসৃণ কথোপকথনকে সহজতর করেছে।" ডিজিটাল বুমকে চতুর্থ শিল্প বিপ্লব বলেও বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। “...ঐতিহাসিকভাবে, প্রথম এবং দ্বিতীয় শিল্প বিপ্লবের সময়, আমরা পিছিয়ে ছিলাম কারণ আমরা একটি উপনিবেশ ছিলাম। এখন, চতুর্থ শিল্প বিপ্লবের মাঝখানে, ডিজিটাল উপাদান তার মূলে রয়েছে। আমি আত্মবিশ্বাসী যে ভারত এতে অনেক কিছু লাভ করবে, ” আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী। বিল গেটসের সাথে ফ্রি-হুইলিং চ্যাটে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাসন, অর্থনীতি, শিক্ষা এবং ওষুধের ক্ষেত্রে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের চিত্র তুলে ধরেন। বলেন, আজ দেশে জন্ম নেয়া শিশুদের প্রথম শব্দগুলির মধ্যে একটি ‘এআই’। যদিও এই সাক্ষাৎকারকে ভালো চোখে দেখছেন না বিরোধীরা। তাদের মতে, ভোটের আগে প্রচারের আলোয় থাকার চেষ্টা করছেন মোদি। কারণ ২০১৯ সালেও লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে দেশবাসীর নজর কেড়ে নিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অরাজনৈতিক সাক্ষাৎকারে। ওই সাক্ষাৎকারটি নেন চিত্রতারকা অক্ষয় কুমার।


সূত্র : হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status