ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

গার্ডিয়ান পাবলিকেশনের প্রকাশক নূর মোহাম্মদ গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি

(৪ সপ্তাহ আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ২:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৮ অপরাহ্ন

mzamin

বগুড়ার দুপঁচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গার্ডিয়ান পাবলিকেশনের প্রকাশক নূর মোহাম্মদ আবু তাহেরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নূর মোহাম্মদের ব্যবসায়ীক প্রতিষ্ঠান দুপচাঁচিয়া ইসলামীয়া হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বাসায় ফেরার পথে তাকে প্রথমে দুপচাঁচিয়া পুলিশ আটক করে। ওই সময় পুলিশ তার সাথে থাকা আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন নূর মোহাম্মদের গাড়ি চালাক আব্দুর রাহিম (১৯) এবং সহযোগী রমজান আলী (৩৬)।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান তাদের তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করলেও ঠিক কী করণে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে বলেন, এখন কিছু বলতে পারবো না। ঊর্ধ্বতনদের নিয়ে সিদ্ধান্ত হবে তারপর আমাকে বলার অনুমতি দিলে জানাবো। মামলা দেয়া হয়েছে কিনা এ বিষয়েও তিনি তখন কিছু বলতে রাজি হননি।

নূর মোহাম্মদের স্ত্রী মোহতাদিয়া শামীমা মানবজমিনকে বলেন, আমি সর্বশেষ সাড়ে ১০টায় তাকে অনলাইনে পেয়েছি। তারপর থেকে নেটওয়ার্কসহ মোবাইলের সব কিছুই বন্ধ হয়ে যায়। পরে জানতে পারি তাকে পুলিশ আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে অনেক রাতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। শামীমা আরও জানান, রাতে ককটেল বিস্ফোরণের সময় পুলিশের সাথে আব্দুর রাহিম এবং সহযোগী রমজান আলীও ছিলেন।

বিজ্ঞাপন
তারপর দুপচাঁচিয়া থানায় ওই দুইজনকে গ্রেপ্তার দেখানো হলেও নূর মোহাম্মদদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটকের কথা জানায়।
নূর মোহাম্মদ একজন পুস্তক প্রকাশক। গার্ডিয়ান পাবলিকেশন নামে ঢাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। ঢাকা থেকে তিনি গত ২৬শে মার্চ বগুড়ায় আসেন। বগুড়ায় আসার পর তিনি পরিষদ এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিতেন।
 

পাঠকের মতামত

আল্লাহ নিরপরাধীদের হেফাজত করো, জালিমদের হেদায়েত দাও অথবা ধ্বংস করো।

BB
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ৭:২০ অপরাহ্ন

ভোটচোর লুটেরা ব্যাংক ডাকাত ধর্ষনবাজ অর্থ লোপাটকারী সরকারের কাছ থেকে এর চেয়ে বেশী পুন্যের কাজ আর কি হতে পারে। সত্যের গলা টিপে ধরা নীতি আর আদর্শের বুকে ছুরি মারা যে সরকারের মূল কাজ সে সরকার নূর মোহাম্মদদের মত লোকদের হেনস্থা করবে অপমান করবে অপবাদ দিবে এ আর নতুন কি? তবে জনগণ আওয়ামীলীগকেও চিনে জামায়াতে ইসলামীকেও চিনে।

আকাশ
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ২:৫৮ অপরাহ্ন

ন্যাক্কারজনক পদক্ষেপ। আল্লাহ মজলুমের সহায় হউন।

আগন্তুক
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:৫০ অপরাহ্ন

সত্য আর ন্যায়ের অবিচল কন্ঠস্বর নীতি নৈতিকতার অবিসম্বাদিত তরুন বজ্রকন্ঠ জন নন্দিত নেতা নূর মোহাম্মদ আবু তাহের এর জনপ্রিয়তায় ভীত বর্তমান অবৈধ শাসক গোষ্ঠির গলার কাটাকে নিষ্ক্রীয় করতেই এই গ্রেফতার নাটক। সত্য সমাগত মিথ্যা অপসৃত এই আপ্ত বাক্যের নিঃশঙ্ক চিত্ত নূর মোহাম্মদ শুধু বগুড়ায় নয় সমগ্র বাংলাদেশের অকৃত্রিম সম্পদ অনুকরণীয় এক দীপ্ত তরুনের নাম। এই জুলুমের অবসান হবেই হবে ইনশাল্লাহ সত্যের নতুন প্রজ্জলিত সূর্যোদয়ের মাধ্যমে।

আলমগীর
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৭:৪৭ অপরাহ্ন

নির্লজ্জ ফ্যাসিস্ট আচরণ করে ওরা পার পাবে না।

সুহাস
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৬:০৮ অপরাহ্ন

মেধাবী, সৃজনশীল ও সফল একজন জনপ্রিয় চেয়ারম্যান এবং প্রকাশক। চোর-ডাকাত, সন্ত্রাসী, মাস্তান, গডফাদার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, সিন্ডিকেটবাজ, টাকা পাচারকারী, হত্যা- ধর্ষণকারী, লুটেরা গংরা জেলখানার বাইরে স্বাধীনভাবে মুক্ত আকাশে চলাফেরা করছে। অথচ যাঁরা এই দেশে ন্যায় - ইনসাফ এবং দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে তাঁদেরকে আজ কারাগারে বন্দী, গুম করা, হত্যা করা এবং ফাঁসিতে ঝুলানো হচ্ছে। এই হলো স্বাধীনতার সুফল।

শওকত আলী
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩৫ অপরাহ্ন

নির্লজ্জ ফ্যাসিস্ট আচরণ !

তানভীর
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৪:৩৭ অপরাহ্ন

আল্লাহ তুমি রহম কর। এ জালিমশাহী থেকে দেশের সমস্ত মানুষকে হেফাজত কর।

হাবিব আবুধাবী, ইউএই
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৪:৩১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status