ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা

মানবজমিন ডেস্ক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার

আন্তঃসীমান্ত তিস্তা নদী ড্রেজিং করে এর উন্নয়ন ঘটানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। এই ইস্যুটি  এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী শক্তি চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতার বিষয় হয়ে উঠেছে। ভারতের হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা লিখেছেন সাংবাদিক রেজাউল এইচ লস্কর। তিনি ওই প্রতিবেদনে আরও লিখেছেন, ঢাকার পরিকল্পিত ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন’ প্রজেক্টের দিকে কয়েক বছর ধরে দৃষ্টি রয়েছে বেইজিংয়ের। এর আনুমানিক খরচ ধরা হয়েছে ১০০ কোটি ডলার। এ প্রকল্প বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে বেইজিং। ভারতও আন্তঃসীমান্ত নদীর গুরুত্ব বিবেচনায় এই কাজ করার আগ্রহ দেখিয়েছে। জানুয়ারিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা নতুন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারত ও চীনের মধ্যে এই প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে জানেন অথচ নাম প্রকাশে অনিচ্ছুক এমন সূত্র এই তথ্য দিয়েছেন। বিশাল এই প্রকল্পের কাজ কে পাবে অথবা কখন এর কাজ শুরু হবে সে বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কাউকে ডাকেনি।

বিজ্ঞাপন
 ৩০শে এপ্রিল অনন্ত সেন্টারে এক অনুষ্ঠানে তিস্তা প্রকল্পে ভারত ও চীনের আগ্রহের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বলেছেন, এখনো নয়াদিল্লি থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি ঢাকা। বিস্তারিত না জানিয়ে তিনি বলেন- চীনের প্রস্তাব সম্পর্কে আমি অবহিত। 

ভারতের প্রস্তাব সম্পর্কে আমি কোনো আনুষ্ঠানিকতার কথা জানি না। যখন এই প্রস্তাব দেয়া হবে, তখন আমি নিশ্চিত যে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবেন এবং এর কার্যকারিতা ও অন্যান্য দিক খতিয়ে দেখবেন।  উপরে উল্লিখিত সূত্রটি বলেছেন, যদিও ভারতীয় পক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়নি, তবু বেশ কিছু মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করা হয়েছে। উল্লিখিত সূত্রের একজন বলেছেন, কৌশলগত এবং নিরাপত্তার দিক বিবেচনা করে আমরা চাই না যে, এই প্রকল্পটি সুনির্দিষ্টভাবে চীনকে দেয়া হবে।  চীনকে এমন বড় বড় যেসব প্রকল্প দেয়া হয়েছে তার বাস্তবায়ন করেছে রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠান। চীনের পক্ষ থেকে সম্ভাব্য পানি প্রবাহের যে ডাটা এবং গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে ভারতের। বাংলাদেশে প্রস্তাবিত তিস্তা প্রকল্প চীনা কর্মকর্তাদের শিলিগুঁড়ি করিডোরের কাছে উপস্থিতি নিশ্চিত করবে। শিলিগুঁড়ি করিডোর কথিত ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত। এটি হলো একটি সংকীর্ণ উপত্যকা, যা ভারতের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করেছে। এ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে বাংলাদেশকে জানিয়ে দেয়া হয়েছে।

তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকে চীনা কূটনীতিকদের চাপ দেয়ার দিকেও ভারতের সতর্ক দৃষ্টি রয়েছে। গত ডিসেম্বরে বাংলাদেশে চীনা দূত ইয়াও ওয়েন একটি ঘোষণা দিয়ে বিতর্ক সৃষ্টি করেন। তিনি বলেন, তিস্তা অববাহিকা উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব পেয়েছে বেইজিং। ২০২২ সালের অক্টোবরে তার পূর্বসূরি লাই জিমিং লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন এবং বলেন, চীনা ইঞ্জিনিয়াররা এই নদী ড্রেজিং করার সম্ভাবতা যাচাই করছেন এবং এ প্রকল্প সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ নিয়ে গবেষণা করছেন।  ইয়াও-এর মন্তব্যের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে, তিস্তা প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ঢাকা ভূরাজনৈতিক ইস্যুগুলোকে বিবেচনায় নেবে। গত বছর নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেছেন, তিস্তায় বাংলাদেশ অংশে যেকোনো কাজ করতে ভারতের সঙ্গে পরামর্শের প্রয়োজন নেই বাংলাদেশের।

 উল্লেখ্য, দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত যে ৫৪টি নদী আছে, তার মধ্যে তিস্তা অন্যতম। এটি একটি মাত্র নদী, যেখানে দুই পক্ষ এখনো পানি বণ্টন নিয়ে কোনো চুক্তিতে আসতে পারেনি। ২০১১ সালে এই নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করার কথা ছিল বাংলাদেশ ও ভারতের। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আর হয়নি। ভারতের সংবিধানের অধীনে আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি করতে হলে সংশ্লিষ্ট রাজ্যের সরকারের সম্মতি বাধ্যতামূলক। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ, এই চুক্তি করা হলে পশ্চিমবঙ্গের কিছু অংশে খরা দেখা দেবে।  ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে সবচেয়ে বেশি সুবিধাভোগী বাংলাদেশ। এই সুবিধা পেয়েছে সংযুক্তি বা কানেক্টিভিটির মাধ্যমে। যার ফলে জ্বালানি, সড়ক ও রেল সংযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে ভারত ও চীন থেকে উন্নয়ন গ্রহণযোগ্য করার ক্ষেত্রে একটি সতর্ক ভারসাম্য বজায় রেখেছে। কোয়াডে ভারতের অংশীদার জাপান। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং বাংলাদেশে উন্নয়ন প্রচেষ্টা ঘনিষ্ঠভাবে চালিয়ে যাচ্ছে, তাদের দৃষ্টি রয়েছে চীনের ওপর। কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণে বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিয়েছে জাপান। যাতে একটি নতুন শিল্পমূল্যভিত্তিক চেইন সৃষ্টি করা যায় এবং তাতে উপকৃত হয় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো।  

পাঠকের মতামত

বাংলাদেশে প্রচুর মেধাবী প্রকৌশলী আছে। শুধু বিদেশের মুখাপেক্ষি হয়ে না থেকে "নিজেরাই করব" নীতি গ্রহণ করা উচিৎ। প্রয়োজনে পনের-বিশ বছর ধরে করা যেতে পারে। পদ্মা সেতু নিজেদের অর্থে করতে পারলে তিস্তা নদীর সংস্কার ও নাব্যতা বাড়ানো ও পানি ধরে রাখার ব্যবস্থাও করতে পারবে।

ওবাইদুল
১৯ মে ২০২৪, রবিবার, ৫:৪৪ অপরাহ্ন

প্রকল্পটি চীনকে দেয়া হলে বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পাবে । ভারত তার দেশে টয়লেট বানাক ।

Monir
১৩ মে ২০২৪, সোমবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ভারতে কে না দিয়ে অন্য কোন রাষ্ট্র কে দেয়া হোক।

নূর মোহাম্মদ রুবেল
১১ মে ২০২৪, শনিবার, ১২:৪৫ পূর্বাহ্ন

ভারতরে ‘প্রতবিশেী প্রথম’ নীততিে সবচয়েে বশেি সুবধিাভোগী বাংলাদশে। এই সুবধিা পয়েছেে সংযুক্তি বা কানক্টেভিটিরি মাধ্যম।ে কি সুবিধা পেয়েছে বাংলাদেশ? সকল সুবিধা তো একতরফা ভাবে ভারতই ভোগ করছে। ভারতকে এই কাজ দিলে পুরো টাকাটাই জলে যাবে। কেননা পানি বন্ধ করেছে ভারতই। তারা যদি পানি ছাড়তো তাহলে তো আজ এই প্রকল্পের প্রয়োজন ছিলো na। চীন ভারতের চীকেন নেকের কাছাকাছি চলে যাবে ভেবেই ওদেও এত ভয়।

Shahid
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৫ অপরাহ্ন

এই প্রকল্পটা চীনা কোম্পানিকে দেয়া হোক। ভারত কখনোই চাইবে না তিস্তায় বাংলাদেশের লাভ আর ভারতের ক্ষতি হোক।

Borhan Azmeer
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১২:৩৮ অপরাহ্ন

ভারত কে এই পকল্প দেওয়া হলে , দেশের কোন লাভ হবে না লাভ হবে আওয়ামিলীগ এর , দেশের কথা বিবেচনা করে চায়নাকে দেওয়া উচিত

আবদুল হান্নান ভূইয়া
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১২:০৪ অপরাহ্ন

এ সমস্যার দ্রত সমাধান করা হোক।

Shamsur
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৭ পূর্বাহ্ন

ভারত তিস্তার পানি সরবরাহ স্বাভাবিক করলে তো বাংলাদেশকে কোন প্রকল্প গ্রহণ করতে হয় না।

তপু
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫০ পূর্বাহ্ন

ভারতরে ‘প্রতবিশেী প্রথম’ নীততিে সবচয়েে বশেি সুবধিাভোগী বাংলাদশে। এই সুবধিা পয়েছেে সংযুক্তি বা কানক্টেভিটিরি মাধ্যম।ে কি সুবিধা পেয়েছে বাংলাদেশ? সকল সুবিধা তো একতরফা ভাবে ভারতই ভোগ করছে। ভারতকে এই কাজ দিলে পুরো টাকাটাই জলে যাবে। কেননা পানি বন্ধ করেছে ভারতই। তারা যদি পানি ছাড়তো তাহলে তো আজ এই প্রকল্পের প্রয়োজন ছিলো। চীন ভারতের চীকেন নেকের কাছাকাছি চলে যাবে ভেবেই ওদেও এত ভয়। পাকিস্তানকে ২ ভাগ করার সময় তো বেশ মজাই লেগেছিলো।

Shariar
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:১১ পূর্বাহ্ন

যেই ভারত ! তিস্তা নদীর পানি আটকে রেখেছে ! সে দেশ কি, তিস্তার উন্নতি চাইবে ???

আলী আকবর
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:১৪ পূর্বাহ্ন

ভারতকে এই কাজ দিলে তারা তিস্তার সর্বনাশ করে দিবে। এই মহাপরিকল্পনা চীনকে দেওয়া হউক।

Shahinur Rahman
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:১০ পূর্বাহ্ন

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার প্রযুক্তি ভারতের চেয়ে চীনের ভাল আছে , আর চীন ভারত যদি এতই টানাটানি মনে করা হয় ,তাহলে অন্য কোন দেশকে দেয়া হউক - দেশের মানুষ তিস্তার পানির অভাবে অনেক কষ্ট পোহাইতেছে ।।।

কাজী মুস্তাফা কামাল
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশের ৮৫ ভাগ মানুষ ভারত বিরোধী।প্রতিবেশী কোন রাষ্ট্রই এ নোংরা জাতি থেকে নিরাপদ নয়।

Humayun kabir
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২:১৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status