ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

মিরসরাই, সন্দ্বীপ ও সীতাকুণ্ডের ভোটকেন্দ্র

ভোটার উপস্থিতি নেই, ঝামেলাও নেই

জালাল রুমি, চট্টগ্রাম থেকে
৯ মে ২০২৪, বৃহস্পতিবার

চট্টগ্রামের  মিরসরাইয়ের খৈয়াছড়া জাহেদিয়া মাদ্রাসা। এটি বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া প্রথম দফা   উপজেলা পরিষদ নির্বাচনের একটি ভোটকেন্দ্র। কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা ওমর ফারুক দুপুর ১১টায়  জানান, এ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে মাত্র এক শতাংশ।  সকালের দিকে অল্পকিছু ভোটার দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি একেবারে নেই। 
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রাম জেলার ৩টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটার  উপস্থিতি ছিল একেবারে কম। সরজমিন মিরসরাই, সন্দ্বীপ ও সীতাকুণ্ড- এই ৩ উপজেলায় দেখা যায়, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বেশ আনাগোনা থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। অনেক কেন্দ্রে দলীয় নেতাকর্মীদেরও দেখা যায়নি। 
মিরসরাই উপজেলার কিছু কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি থাকলেও বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বেশির ভাগ কেন্দ্র ফাঁকা  হয়ে  যায়। বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর নির্বাচন বয়কটের  পাশাপাশি থেমে থেমে বৃষ্টি পড়ার কারণেও অনেকটা ফাঁকা ছিল  ভোটকেন্দ্র। অধিকাংশ  কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পার করেছেন অলস সময়। 
বুড়া হুজুর মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেজবাহ- উল হক দুপুর ১টায় মানবজমিনকে জানান, সাড়ে চার হাজার ভোটের মধ্যে ৫০০ ভোট কাস্ট হয়েছে। বারিয়ারহাট ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন,  বিকাল ৩.৩৫ মিনিট  পর্যন্ত ১১% ভোট কাস্ট হয়েছে।

বিজ্ঞাপন
খিল হিঙ্গুলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা সাহেদ খান বলেন, ভোটার উপস্থিতি  নগণ্য।
মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা লিটন চন্দ্র নাথ জানান, সকাল ১০টা পর্যন্ত ৩৬৫১ ভোটারের মধ্যে মোট ভোট কাস্ট ২৫৫। কেন্দ্রের বাইরে গোলযোগের ঘটনা শুনেছি। তবে কেন্দ্রের মধ্যে কোনো সমস্যা হয়নি।
এদিকে  এই উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একজন প্রিজাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসারকে আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ উপজেলায় ব্যাপক জালভোট দেয়ারও  অভিযোগ উঠেছে।
দ্বীপ উপজেলা  সন্দ্বীপের  ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮৬ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সন্দ্বীপ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও মাঠের লড়াইয়ে রয়েছেন দু’জন। তারা হলেন- আনারস প্রতীকের এস এম আনোয়ার হোসেন ও কাপ-পিরিচ প্রতীকের সাবেক উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। এখানে মোট ভোটার দুই লাখ ৪৫ হাজার ৬৭৬ জন।
এরমধ্যে  সরজমিন ৩টি কেন্দ্রে দেখা যায়, ভোটার উপস্থিতি ছিল একেবারেই  কম।  এরমধ্যে  সকাল দশটা পর্যন্ত মধ্য সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩২০০ ভোটারের মধ্যে ভোট পড়েছে মাত্র ২০টি। সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ে ৪৬৬৭ ভোটারের মধ্যে সকাল থেকে ভোট পড়ছে ১০৫টি এবং উত্তর সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৫০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৮৪টি। সকাল দশটা পর্যন্ত এই তিন কেন্দ্রে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোট পড়েছে মাত্র এক শতাংশ। তিন কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী মাঈন উদ্দীন মিশনের কোনো এজেন্ট পাওয়া যায়নি। 
এদিকে সীতাকুণ্ড  উপজেলায়ও ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। এখানে ভোটার সংখ্যা তিন লাখ ২৪ হাজার ২৪০ জন। এরমধ্যে  চেয়ারম্যান পদে দু’জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দু’জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 
এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু ও জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু। ভোটের মাঠে রাজুর কর্মী- সমর্থকদের দেখা গেলেও মঞ্জুর কর্মী-সমর্থকদের তেমন একটা চোখে পড়েনি। তার নিজ ইউনিয়ন সৈয়দপুরের ভোটকেন্দ্রগুলোতে কোনো নির্বাচনী এজেন্ট দেখা যায়নি।
মহিউদ্দিন আহমেদ মঞ্জু মানবজমিনকে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী  মো. আরিফুল আলম চৌধুরী রাজুর উগ্র কর্মীদের ভয়ে  বাঁশবাড়িয়া ইউনিয়নের কোনো কেন্দ্রে আমার এজেন্ট যায়নি। তবে  একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে আমার এজেন্ট আছে।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status