ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলা টিকটকার তরুণীর

ফেনী প্রতিনিধি
৮ মে ২০২৪, বুধবার

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে নির্যাতিত ঢাকার টিকটকার তরুণী (২৩)। গতকাল ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে মামলা (সিআর-৫৫৮/২৪) দায়ের করেন ওই তরুণী। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফেনী মডেল থানাকে নির্দেশ দিয়েছে আদালত, জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন শিমুল। মামলার আসামিরা হলেন- সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনোহর আলী, মিয়াবাড়ীর আবদুল্লাহ আল মামুন ওরফে বাবুলের ছেলে ইকবাল হাসান বিজয় (২৭),  একই ইউনিয়নের হোসেন আহম্মদের ছেলে সুমন মিয়া (৪৫), রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন রনি (২২), আহম্মদ করিমের ছেলে মাহমুদুল করিম তুহিন (২১) ও মো. লিটনের ছেলে মাহাদি (২২)। 
অভিযুক্ত ইকবাল হাসান বিজয় চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ফেনীর পুবালি সংসদ ও রাজধানীর একটি নাট্য সংগঠনের হয়ে মঞ্চে অভিনয় করেন। 
ভুক্তভোগী সাদিয়ার গ্রামের বাড়ি খুলনার খালিসপুর হলেও তিনি বর্তমানে ঢাকার আফতাব নগরে বসবাস করছেন। তিনি জনপ্রিয় টিকটকার ও মঞ্চ নাটকে অভিনয় করেন।
এর আগে গত ২৮শে এপ্রিল দুপুরে টিকটকার তরুণী তার এক চাচাতো বোনকে নিয়ে ঢাকা থেকে ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন পরিষদে এসে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়ের সঙ্গে তার ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে সহযোগিতা চান। তরুণী নিজেকে অন্তঃসত্ত্বা বলেও দাবি করেন। পরে তরুণীর কথা অনুসারে চারজন গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে তাকে ছাত্রলীগ নেতা বিজয়ের বাড়িতে পাঠান ইউপি চেয়ারম্যান। 
এদিকে ঘটনা জানাজানি হলে স্থানীয় মানুষজন ও সাংবাদিকরা বিজয়ের বাড়িতে যায়। এসময় বিজয় ঢাকা থেকে আসা  ‘মেহমানদের’ সঙ্গে কথা শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দিয়ে নিজ ঘরে যায়।

বিজ্ঞাপন
একপর্যায়ে বিজয় বাড়ির পেছন দিক দিয়ে ওই তরুণী ও তার চাচাতো বোনকে নিয়ে পালিয়ে যায়। ওইদিন মধ্যরাতে ছাত্রলীগ নেতা বিজয় তরুণী ও তার বোনকে ফেনী শহরের মহিপাল এলাকায় জিম্মি করে মারধর করে। এসময় ওই তরুণীর মুঠোফোন কেড়ে নিয়ে সিম ভেঙে ফেলে। পরে ওই তরুণীকে মেরে ফেলার ভয় দেখিয়ে স্টারলাইন পরিবহনের একটি বাসে করে তাদের ঢাকায় পাঠিয়ে দেয় বিজয়। 
এদিকে মঙ্গলবার দুপুরে মামলার বিষয়ে ওই তরুণীকে ফোন করলে তিনি মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি এই মুহূর্তে মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার বিকাল পর্যন্ত মামলার কোনো কপি আদালত থেকে থানায় আসেনি। থানায় মামলার কপি আসলে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে।


এদিকে সংগঠন বহির্ভূত অনৈতিক কর্মকা-ের অভিযোগ এনে ইকবাল হাসান বিজয়কে কারণ দশার্নোর (শোকজ) নোটিশ দিয়েছিল সোনাগাজী উপজেলা ছাত্রলীগ। 
সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান রাসেল মঙ্গলবার বিকালে বলেন, ইতিপূর্বে তিন কর্মদিবসের মধ্যে বিজয়কে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। ইতিমধ্যে আমরা জেলা ছাত্রলীগকে বিষয়টি অবগত করেছি। আশা করছি ২/১ দিনের মধ্যে আমরা বিজয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 
প্রসঙ্গত, গত ১লা মে দৈনিক মানবজমিন পত্রিকার শেষ পাতায় “টিকটকার তরুণীকে নিয়ে লাপাত্তা ছাত্রলীগ নেতা” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকে সোনাগাজীসহ পুরো জেলায় চাঞ্চল্য তৈরি হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status