ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় এজে মোহাম্মদ আলীর

স্টাফ রিপোর্টার
৫ মে ২০২৪, রবিবার
mzamin

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। শনিবার  ধানমণ্ডি তাকওয়া মসজিদে প্রথম জানাজা ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়  প্রবীণ এই আইনজীবীকে। বাদ আসর চার দশকের পথচলার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে তাকে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় জানান সহকর্মী আইনজীবীরা। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, আপিল ও হাইকোর্ট বিভাগের সাবেক ও বর্তমান বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মনজুরুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন, ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজার আগে প্রয়াত এজে মোহাম্মদ আলীর ছেলে ও মেয়ে তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। জানাজা শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এজে মোহাম্মদ আলীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিকাল সাড়ে পাঁচটায় মরদেহ বনানী কবরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দাফন করা হয় এজে মোহাম্মদ আলীকে। গত শুক্রবার সন্ধ্যায় সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলীর মরদেহ ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এজে মোহাম্মদ আলী। 

প্রবীণ এই আইনজীবী, ২০০১ সালের অক্টোবরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

বিজ্ঞাপন
পরে তিনি দেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ৩০শে এপ্রিল থেকে ২০০৭ সালের ২৪শে জানুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এজে মোহাম্মদ আলী। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status