ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৬তম আসর ৬ই মে

অর্থনৈতিক রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:০৬ অপরাহ্ন

mzamin

ডেনিম জগতের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ’বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৬তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ ও ৭ই মে। ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন করা হয়েছে এবারের প্রদর্শনীর। এবারের সংস্করণের প্রতিপাদ্য হচ্ছে ‘রিইমাজিন’ বা নতুন করে ভেবে দেখা।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিপাদ্য হিসেবে ‘রিইমাজিন’ বেছে নিয়েছি। কারণ এর মাধ্যমে কেবল ডেনিম শিল্পের রূপান্তরের বিষয়টি বোঝানো হয় তা নয়, বরং ডেনিমের মূল ধারাকে পুনরায় সংজ্ঞায়িত করার বিষয়টিও প্রকাশ পায়।”
 

তিনি আরও বলেন, প্রচলিত প্রথা থেকে বের হয়ে ডেনিম সম্পর্কে দূরদর্শী ও যুগান্তকারী অভিজ্ঞতা তৈরির পাশাপাশি এ শিল্পে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর অন্বেষণ চলছে। সাসটেইনেবল প্র্যাকটিস থেকে শুরু করে অত্যাধুনিক ডিজাইনের কৌশলগুলো নিয়ে ডেনিম শিল্পে যুগান্তকারী পরির্বতনে কাজ করছে ডেনিম এক্সপো।

বাংলাদেশ ডেনিম এক্সপোতে উদ্বোধনী অনুষ্ঠানসহ কয়েকটি প্যানেল আলোচনা, ট্রেন্ড সেমিনার এবং একটি ট্রেন্ড জোন থাকবে। বাংলাদেশ ডেনিম এক্সপোর ট্রেন্ড জোনে বিভিন্ন উদ্ভাবনী ডেনিম পণ্য প্রদর্শন করা হবে।
দুদিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম, জাপানসহ ১১টি দেশের ৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।

এর মধ্যে রয়েছে ডেনিম ফেব্রিক মিলস এবং নন-ডেনিম, পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ওয়াশিং লন্ড্রি, এক্সেসরিজ ও ট্রিমস, কেমিক্যালস, মেশিনারি বা প্রযুক্তি এবং লজিস্টিক ক্যাটাগরির প্রতিষ্ঠান।
বাংলাদেশ ডেনিম এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অরক্রোমা ম্যানেজমেন্ট এল এল সি, আর্গন ডেনিমস লিমিটেড, এ.আর.এম কিমিয়া, আর্টিস্টিক মিলিনার্স (প্রা.) লিমিটেড, আসুটেক্স, ব্ল্যাক পিওনি টেক্সটাইল কো. লিমিটেড, ব্লু-সাইন টেকনলজিস এ.জি, কেয়ার এপ্লিকেশন্স, এস. এল, ইউ., চ্যাংজু ডেই প্রিন্টিং অ্যান্ড ডাইং লিমিটেড, চ্যাংজু তাওশেং টেক্সটাইল কো. লিমিটেড, চ্যাংজু তেহোম টেক্সটাইল কো. লিমিটেড, চেরি বাটন লিমিটেড, ক্লিয়ারিটি – কিমিয়া টেক্সটিল পাজারলামা সানায়ি দিস টিকারেত কো. লিমিটেড এসটিআই, সি.এম.এ সি.জি.এম, ডেনিম সলিউশন লিমিটেড, ডাবল উয়িনস ডেনিম কো. লিমিটেড, ডাইসিন গ্রুপ, এক্সপেরিয়ান্স গ্রুপ লিমিটেড, ফোশান আইলিকুন টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান ফয়জন টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান গাবা টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান জে.কে.এল টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান হটলাইন টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান এম-জে.আই.টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান নানহাই দাইয়্যু টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান নানহাই হংজিনদা টেক্সটাইল কো. লিমিটেড, ফোশান ইউতাই টেক্সটাইল কো. লিমিটেড, ফ্রিডম ডেনিম, গোয়াংডং দাসেন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কো. লিমিটেড, গোয়াংডং শিনহুসন (হুইসেং) টেক্সটাইল কো. লিমিটেড, গুয়াংজু ফেংগু টেক্সটাইল কো. লিমিটেড, গুয়াংঝো এইচ অ্যান্ড এইচ টেক্সটাইল কো. লিমিটেড, গুয়াংঝো হংটাই ইম্পঃ অ্যান্ড এক্সপঃ ট্রেড কো. লিমিটেড, গুয়াংঝো হুয়াজিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল কো. লিমিটেড, জিয়ানজিন হেংলিয়াং টেক্সটাইল কো. লিমিটেড, কান ইন্ডাস্ট্রি মুহেন্দিসলিক সান. ভিই টি.আই.সি. লিমিটেড এস.টি.আই, কাইসার, লিবার্টি মিলস লিমিটেড, লায়ন ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড, লাকি টেক্সটাইল গ্রুপ কোং লিমিটেড, মেসার্স এল.এন.জে ডেনিম, ম্যাকড্রাই ডেসিক্যান্ট লিমিটেড, মেটোড মেকাইন সান. ভিই. টিক. লিমিটেড এসটিআই, নিয়ারকিমিকা এস.পি.এ, অফিসিনা +৩৯ এস.আর.এল, ওজোনডেনিম টেক্সটিল ভে টেক্সটিল ওয়াইআইকে. পাজ, দান. সান. টিক. এল এইচ আর. লিমিটেড এস.টি.আই, রেমন্ড ইউ.সি.ও ডেনিম প্রা. লিমিটেড, রেসপা কিম্যা বয়া সান. ভি টিক. লিমিটেড এস.টি.আই, আর.এ.নটি (বিডি) লিমিটেড, সোকো কিমিকা এস.এল. আর, স্কয়ার ডেনিমস লিমিটেড, টেক্স ফাস্টেনারস, ফ্ল্যাক্স কোম্পানি এস.এ.এস, ভেভ টেকনোলজি বিলিসিম সান. ভিই টিক. এ. এস., ভিটা টেক্সটাইল কো. লিমিটেড, এক্স.ডিডি টেক্সটাইল কোম্পানি লিমিটেড, ওয়াইথকে.কে বাংলাদেশ পি.টি.ই লিমিটেড, ঝেজিয়াং জিনসুও টেক্সটাইল কো. লিমিটেড, ঝেজিয়াং উইক্সিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিমিটেড, এবং ঝেজিয়াং জিনলান টেক্সটাইল কো. লিমিটেড।
 

বিজ্ঞাপন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status