ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

ডলার সংকটের মধ্যেই ঈদের মাসে কমেছে রেমিট্যান্স

অর্থনৈতিক রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ১ মে ২০২৪, বুধবার, ১০:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন

mzamin

দীর্ঘদিন ধরে দেশে চলছে ডলার সংকট। প্রতিবছর ঈদ উপলক্ষে বাড়তি রেমিট্যান্স বা প্রবাসী আয় আসার প্রবণতা লক্ষ করা যায়। তবে ডলার সংকট থাকা সত্ত্বেও এবার ঈদের মাসেই প্রবাসী আয় কমেছে। সদ্য সমাপ্ত এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে ১৯০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। যেখানে এর আগের মাসে এসেছিল ১৯৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ২৯ দিনে দেশে ১৯০ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। এ মাসের প্রথম ১৯ দিনে এসেছিল ১২৮ কোটি ১৫ লাখ ডলার। সে হিসাবে পরের ১০ দিনে প্রবাসী আয় এসেছে ৬২ কোটি ৬৫ লাখ ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে ছয় কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

প্রতিবছর রোজার ঈদের মাসে প্রবাসী আয় বাড়ে। তবে এবছর এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন
প্রতিবছর ঈদ উপলক্ষে বাড়তি প্রবাসী আয় আসার প্রবণতা লক্ষ করা গেলেও এবার তেমনটা দেখা যায়নি বলেও মনে করছেন ব্যাংক কর্মকর্তারা।

এর আগে চলতি বছরের মার্চ মাসে প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার। বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল।

গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, যা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

পাঠকের মতামত

প্রবাসীদের এতটা পাগল ভাববেন না যে ডলারের রেট আপনারা কারসাজি করবেন তারপরও প্রবাসীরা দেশে টাকা পাঠাতে থাকবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে

Arif
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৮ অপরাহ্ন

সরকারের আমলারা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মিলে ডলারের দাম নিয়ে যখন খেলায় মেতেছেন তখন প্রবাসী রা হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন। এটাই হলো বাস্তব।

star
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১:০৮ অপরাহ্ন

প্রবাসীরা শুধু ইনডিয়া বয়কট করছে না, ভোটাধিকার হরণকারী বাংলাদেশ সরকারকেও বয়কট করছে। অনেকে এবার যাকাত্র টাকাও দেশে পাঠায় নাই ।

ড. মুনির উদ্দিন আহমে
২ মে ২০২৪, বৃহস্পতিবার, ২:০১ পূর্বাহ্ন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status