ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পাকুন্দিয়ায় গানের অনুষ্ঠানে সংঘর্ষে নিহত ১

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গানের অনুষ্ঠানে আয়োজকদের সঙ্গে দর্শকদের সংঘর্ষে শরীফ উদ্দিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পোড়াবাড়িয়া মেলা বাজারে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত শরীফ উদ্দিন উপজেলার কুশাকান্দা গ্রামের হোসেন উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন, একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আজাদ মিয়া (২৮) ও সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫)। এদের মধ্যে গুরুতর আহত আজাদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈশাখ উপলক্ষে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া মেলা বাজারে বহু বছর ধরে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

বিজ্ঞাপন
সপ্তাহ খানেক আগে মেলা শেষ হলেও স্থানীয় কিছু যুবক মেলা কমিটির অনুমতি ছাড়াই গত বৃহস্পতিবার রাতে সেখানে গানের অনুষ্ঠানের আয়োজন করে। এতে গান উপভোগ করতে উপস্থিত হন আশপাশের কয়েকটি এলাকার শত শত মানুষ। গান চলাকালে হঠাৎই গান বন্ধ হয়ে যায়। এ সময় আয়োজকদের সঙ্গে দর্শকদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status