ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সরজমিন নাচোল

গল্প-আড্ডায় কেটেছে কর্মকর্তাদের দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৯ মে ২০২৪, বৃহস্পতিবার

কেন্দ্রের বাইরে পুলিশ, আনসার, নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভেতরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা। ভোটের মাঠে ঘুরে বেড়াচ্ছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভোটের জন্য যা যা আয়োজন তার সবই ছিল। কিন্তু যাদের জন্য এতো সব আয়োজন, সেই ভোটারদের উপস্থিতিতি একেবারেই কম। নাচোল উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে এমই চিত্র দেখা গেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেও ভোট পড়ার যে চিত্র পাওয়া গেছে, তাতে বোঝা যায় সামপ্রতিক অন্যান্য নির্বাচনের মধ্যে এবারই ভোটার উপস্থিতি সবচেয়ে কম। ভোটার উপস্থিতি কম এটা সবাই স্বীকার করেছেন। তবে ভোলাহাট উপজেলার একটি কেন্দ্রের বাইর দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছাড়া তিন উপজেলার আর কোথাও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বিনোদ বিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায় ভোটার নেই। গল্প আর আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। স্কুলের বারান্দায় অলস বসে আছেন আনসার ও পুলিশ সদস্যরা। তারা বলছেন, ভোটর কম তাই বসে থেকে সময় পার করছেন। ওই কেন্দ্রর প্রিজাইডিং কর্তকর্তা হারুন অর রশিদ জানান, ৫১ নম্বর এই কেন্দ্রের মোট ভোটার ৩৬২৮। দুপুর ২টা পর্যন্ত সেখোনে ভোট দিয়েছে ৫১৬ জন। ভোটের হার ১৪ দশমিক ২২ শতাংশ। এখানে অধিকাংশই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটার রয়েছেন। তাদের মধ্যে নারী ভোটার বেশি।
ভোট কেন্দ্রের সামনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের এক কর্মী ঘোড়া প্রতিকের ব্যাচ পরে দাঁড়িয়ে ছিলেন। তার কাছে ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন,  বেশ ভালো পরিবেশ। মানুষ আসছে। ভোট দিচ্ছে। কোনও সমস্যা নেই। কী পরিমাণ ভোটার আসছেন এই প্রশ্নে বিব্রত হয়ে তিনি বললেন, সকালে ভালোই এসছে, এখন দুপুর তাই কম। বিকেলে আবার আসবে। ভোট কেন্দ্রর বাইরে দাড়িয়ে ছিলেন রবিউল ইসলাম নামে এক ব্যক্তি। ভোট নিয়ে জানতে তিনি বলেন, ভোট দেয়ার বিকল্প প্রার্থী না থাকায় তিনি ভোট দিবেন না। গত সংসদ নির্বাচনেও ভোট দেননি। তার দাবি, এখনকার সব নির্বাচন গুরুত্বহীন। মানুষের আগ্রহ নেই। আজ যে ভোট মানুষের মনে কোন অনুভূীত নেই। ৪৮ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহবুবু আলী জানান, ১৬১৯ জন ভোটার রয়েছে এই কেন্দ্রে। তবে ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক নয়। দুই একজন করে ভোটার আসছেন অনেকক্ষণ পর পর।
ভোলাহাটে সংঘর্ষ, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নিবাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ  এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৫ জন আহত হয়েছে। বুধবার সকালে ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেকের সমর্থকদের সাথে সাবেক বিএনপি নেতা আনোয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু বিএনপি সমর্থক মোহাম্মদ সামসুল আজম গুরুতর আহত হন। এ সময় ওবাইদুল হক ও আলম আলী, একবর হোসেন ও আহত হন। ঘটনার পর পুলিশ এবং বিজিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। পরে পুলিশ সদস্যরা তোতা আলী নামে একজনকে আটক করে। আটক ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক। ভোলাহাট থানার ওসি সুমন কর্মকর জানান, কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার রেজাউল করিম জানান, শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি।  
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status