ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ছাতকে সরকারি খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, শনিবার

ছাতকে সরকারি খাল দখল ও মাটি ভরাট করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গত বুধবার বিকালে গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।  মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ পুর্বরামপুর মৌজার শতাধিক বছরের সরকারি সড়ক সংলগ্ন নয়নজুলি খাল জবর দখল করে মাটি ভরাটসহ শ্রেণি পরিবর্তন করছে একটি ভূমিখেকো চক্র। এ চক্র দীর্ঘদিন ধরে সরকারি এ খাল দখলের পাঁয়তারা করে আসছিল। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রধানমন্ত্রীর অনুশাসন এবং পরিবেশ আইন ১৯৯৫ ও ২০০০ অমান্য করে সম্প্রতি ব্যবসা ও দখলের উদ্দেশ্যে খালে মাটি ভরাট করে জবর দখলের চেষ্টা করা হচ্ছে। এর প্রতিকারসহ তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। টানা দু’দিনের কর্মসূচির ২য় দিনেও মানববন্ধনে সকলের উপস্থিতি কামনা করা হয়। এ ব্যাপারে সংবাদ সম্মেলন, সরকার প্রধান বরাবরে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। পরে সরকারি খাল দখল, সংলগ্ন কবরস্থানের পবিত্রতা রক্ষা এবং আশপাশের ভূমি মালিকদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, শামছু খাঁ, সাবেক মেম্বার রইছ আহমদ, দিলোয়ার হোসেন নজমুল প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status