বিনোদন

অপেক্ষায় রুনা খান

স্টাফ রিপোর্টার

৪ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:৫৭ পূর্বাহ্ন

দু’পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সাপলুড়ু’ চলচ্চিত্রটি। এটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। এটি তার নির্মিত প্রথম চলচ্চিত্র। আরেফিন শুভ ও মিমের পাশাপাশি এ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। তবে পর্দায় তার উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও দর্শক প্রশংসায় ভাসছেন তিনি। এ অভিনেত্রীর অভিনয়ে নির্মাতা দোদুল নিজেও মুগ্ধ বলে জানান। নির্মাতা বলেন, একটি তরকারিতে নানা রকম উপকরণ থাকে। কিন্তু সেখানে লবণের পরিমাণ সব থেকে কম। কিন্তু লবণ ছাড়া কোনো তরকারি স্বাদ হয় না। আমার এ ছবিতে রুনা খানও তেমন। তার অল্প সময়ের উপস্থিতি পুরো চলচ্চিত্রের দৃশ্যপট পরিবর্তন করে দিয়েছে। রুনা খান বলেন, পরিচালক হলেন একটি ছবির অভিভাবক। আমি তার নির্দেশনা অনুযায়ী চরিত্রটি দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করেছি। আমার কাছে পর্দায় উপস্থিতি কত মিনিটের সেটি মুখ্য বিষয় ছিলো না। সব সময় আমার চরিত্রটিকে প্রাধান্য দেই। এখানেও তাই করেছি। দর্শকের কাছে আমার চরিত্রটি প্রশংসিত হয়েছে দেখে আমি আনন্দিত। বলতে পারি, প্রত্যাশা থেকেও বেশি প্রশংসা পাচ্ছি। গেল ঈদে মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালো মেঘের ভেলা’। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে মৃত্তিকা গুণ এ ছবিটি নির্মাণ করেছেন। এ ছবিটিও বোদ্ধা মহলে দারুণ প্রশংসিত হয়। ঈদে চ্যানেল আইয়ে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর আগে এই অভিনেত্রীর ‘ছিটকিনি’, ‘হালদা’, ‘গহিন বালুচর’ চলচ্চিত্রগুলো দর্শকের মধ্যে সাড়া ফেলে। নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন হাতে কোনো চলচ্চিত্রের কাজ নেই। খুব শিগগিরই নতুন কিছু নিয়ে আসবো। ভালো কিছুর অপেক্ষায় আছি। এই অভিনেত্রী এখন টিভি ধারাবাহিকে ব্যস্ত সময় পার করছেন। তার হাতে আছে ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘শিউলিমালা’ ও ‘বিষয়টি পারিবারিক’সহ বেশকিছু ধারাবাহিক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status