ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

সর্বনিম্ন ভোটের রেকর্ড

স্টাফ রিপোর্টার
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

ভোটার শূন্য বিশ্বনাথ সরকারি কলেজ কেন্দ্র - নিজস্ব ছবি

স্বল্প ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল যষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটের এই হার গত ৫টি উপজেলা নির্বাচনের মধ্যে সর্বনিম্ন। নির্বাচন কমিশন সূত্র বলছে, সর্বশেষ ২০১৯ সালের পঞ্চম উপজেলা ভোটে গড়ে ৪১ শতাংশের বেশি ভোট পড়ে। ২০১৪ সালে চতুর্থ উপজেলা ভোটে ৬১ শতাংশ এবং তৃতীয় উপজেলা ভোটে ২০০৯ সালে ৬৭ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়ে। তবে ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা নির্বাচন এবং ১৯৮৫ সালের প্রথম উপজেলা নির্বাচনের ভোটের হারের সঠিক তথ্য জানা যায়নি। যদিও ওই নির্বাচনগুলোতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চেয়ে বেশি ভোট পড়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে সিইসি বলেছেন, সকালে বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল। যদিও নির্বাচন বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, ধান কাটার মৌসুমে এবারই প্রথম ভোট হচ্ছে না। আগে এই মৌসুমেও ভোটার উপস্থিতি অনেক বেশি থাকতো।

বিজ্ঞাপন
মূলত নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থা নেই। ভোট দিতে পারলেও তা গণনা করা হবে কিনা ভোটারদের মনে এমন সন্দেহ রয়েছে। এজন্য ভোটার উপস্থিতি কমেছে।

এদিকে সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এই দফায় ১৫২টি উপজেলার তফসিল ঘোষণা করা হলেও স্থগিত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জেতায় ভোট হয়েছে ১৩৯ উপজেলায়। গতকাল সকাল থেকে অনেক ভোটকেন্দ্রেই ভোটারদের কম উপস্থিতি লক্ষ করা যায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি সকাল থেকেই প্রায় ফাঁকা ছিল, বিভিন্ন কক্ষে অলস সময় পার করতে দেখা গেছে কর্মকর্তাদের। ওই কেন্দ্রে ৩ হাজার ৮৮৭টি ভোটের মধ্যে দুপুর দুইটা পর্যন্ত ভোট পড়ে ৭১৪। শতকরা হিসেবে যা ১৮ দশমিক ৩৬ শতাংশ। ময়মনসিংহেও ভোটার উপস্থিতি ছিল অনেক কম। দুপুর দেড়টা পর্যন্ত হালুয়াঘাট উপজেলায় ভোটার উপস্থিতি ছিল ১৪ শতাংশ, ফুলপুর উপজেলায় ১৮ শতাংশ ও ধোবাউড়া উপজেলায় ভোটার উপস্থিতি ছিল ২০ শতাংশ। দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৪ শতাংশ এবং জীবননগরে ভোটার উপস্থিতি ছিল ১৭ শতাংশ।
ভোটার উপস্থিতি কম থাকায় ডিমলা উপজেলায় এক এজেন্ট কেন্দ্রের মধ্যেই ঘুমিয়ে থাকতে দেখা গেছে। ঘুমিয়ে পড়া ওই এজেন্ট গণমাধ্যমকে বলেছেন, সকাল ৮টায় কেন্দ্রে আসছি। কখনো কখনো দুই তিনজন আবার কখনো কখনো ২০ মিনিটেও কোনো ভোটারের উপস্থিতি নেই। ভোটার উপস্থিতি কম হওয়ায় কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারছি না। এছাড়া কোথাও রান্নার আয়োজনে সময় কেটেছে আনসার সদস্যদের। গাজীপুরের কালীগঞ্জে দুপুরে ভোটার উপস্থিতি কম থাকায় কেন্দ্রের দায়িত্বে থাকা নারী ও পুরুষ আনসার সদস্যদেরকে রান্নার আয়োজন করতে দেখা গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ উচ্চ বিদ্যালয়ে এমন দৃশ্য দেখা যায়। ভোটকেন্দ্র ফাঁকা থাকায় পরিদর্শনে এসে বাইরে থেকেই রিটার্নিং কর্মকর্তাকে ফিরে যেতে দেখা গেছে। বগুড়ার গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে প্রায় অর্ধশত মানুষের জটলা দেখা গেলেও কেন্দ্রের ভেতর ছিল ফাঁকা। কেন্দ্রের ১০টি ভোটকক্ষে কোনো ভোটার চোখে পড়েনি। অলস সময় পার করছিলেন ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এমন সময় কেন্দ্রে গাড়িবহর নিয়ে পরিদর্শনে আসেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানসহ কর্মকর্তারা। পরে কেন্দ্রের ভেতরে পরিদর্শন না করেই তারা ফিরে যান। 
ভোটার উপস্থিতি কম থাকার কারণ হিসেবে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি মানুষের কোনো আস্থা নেই। ভোট দিলেও তা গণনা করা হবে কিনা ভোটারদের মনে এমন সন্দেহ রয়েছে। এজন্য ভোটার উপস্থিতি কম ছিল। 

ভোটার উপস্থিতি সন্তোষজনক: কাদের 
প্রথম ধাপের উপজেলা নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এতে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বাচন শেষে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছে তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। অনেকের আশঙ্কা ছিল ১৩৯টি উপজেলা নির্বাচন  খুনোখুনি, মারামারি, রক্তারক্তি অবস্থায় সমাপ্ত হবে। এই নির্বাচনে প্রথম পর্যায়ে কোথাও ক্যাজুয়ালিটি নেই, প্রাণহানির ঘটনা নেই। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিছু আহত হয়েছে, কিন্তু প্রাণহানির ঘটনা নেই। নির্বাচন কমিশন বলেছে, ৩০ থেকে ৪০% ভোটার উপস্থিতি। এই পরিস্থিতিতে আমি মনে করি ভোটার উপস্থিতি সন্তোষজনক।

ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি জিতেছে। অন্য দলের হিসাবটা পরে দিতে পারবো। আমরা মনে করি ভোটার টার্ন আউট  সন্তোষজনক। প্রাণহানি নেই নির্বাচনে- এটাকে শান্তিপূর্ণই বলতে হবে। নির্বাচন কমিশন এবং প্রশাসন খুবই দৃঢ় অবস্থান নিয়েছে। দলে নেতা কর্মীরাও যথাযথ দায়িত্ব পালন করেছে। যে কারণে প্রথম ধাপে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিএনপি বলেছে, নির্বাচনকে বয়কট করেছে জনগণ- সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৩০ থেকে ৪০% ভোটার যদি উপস্থিত হয় যেখানে বিএনপি এবং তাদের সমমনস্ক অন্য দল নেই। তারপরও এই প্রাকৃতিক পরিস্থিতিতে এই উপস্থিতি সন্তোষজনকই বলছি। বিএনপি’র এ ধরনের বক্তব্য পাগলের প্রলাপ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র অনেকেই নির্বাচন করেছেন। বহিষ্কার করেও তাদের ঠেকানো যায়নি। আসলে স্থানীয় প্রয়োজনে স্থানীয়দের নিবৃত্ত রাখা কঠিন। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেনসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
 

পাঠকের মতামত

সিইসি শিডিউল ঘোষণার সময় মনে করেছিলেন মে মাসে বাংলাদেশে পিকনিকের মৌসুম চলে,,হঠাৎ নির্বাচনের দিন মনে হচ্ছে ধান কাটার মৌসুম!!!

SAFI
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:২৯ অপরাহ্ন

মানুষের আর কাজ নেই ভোট দিবে ? ভোটার উপস্থিতির জন্য ভোট কেন্দ্রে বিরিয়ানি এবং নগদ অর্থের খাম বিতরণ করা হলে আশা করা যায় নিম্নবিত্তের মানুষেরা এসে কিছু ভোট দিয়ে যাবে।

পথিক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:০৯ অপরাহ্ন

ভোটার উপস্থিতির জন্য প্রতি কেন্দ্রে বিরিয়ানি ও নগদ অর্থ বিলি করা উচিত!!!

খাদেম
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:০৭ অপরাহ্ন

নির্বাচনের নামে প্রহসন, দেশের কোটি কোটি নষ্ট। জনগণ ও সঠিক ভোটাধিকার থেকে বঞ্চিত। এরকম চলছাতুরীর নির্বাচন থেকে দেশবাসী মুখ ফিরিয়ে নিয়েছে।

মুসাফির
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:০১ অপরাহ্ন

CSE ar Result jodi sothik o dhori tao to deshe 64% lok birodhi dol a ase. tar mane deshe awyamilig theke BNP Beshi.

Mozahidul Islam
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:০১ অপরাহ্ন

নির্বাচনের নামে মশকারী, শতকরা পাঁচ শতাংশ ও ভোট দেয় নাই কিন্তু সিইসি মনগড়া রিপোর্ট প্রকাশ করে। সিইসির রিপোর্টের প্রতি জনগণের আস্থা নেই।

ইবনে মনসুর
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:৫৮ অপরাহ্ন

নির্বাচন না দিয়ে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করলে দেশের কোটি কোটি টাকা আয় হতো। হায় ! এমন বুদ্ধি কি শাসক গোষ্ঠীর হবে? এসব তামাশার নির্বাচনের প্রতি ভোটারদের মোটেও আগ্রহ নেই।

সুহাইল
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:৫৫ অপরাহ্ন

সিইসি শিডিউল ঘোষণার সময় মনে করেছিলেন মে মাসে বাংলাদেশে পিকনিকের মৌসুম চলে,,হঠাৎ নির্বাচনের দিন মনে হচ্ছে ধান কাটার মৌসুম!!!

shahidul islam
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২:৪৪ অপরাহ্ন

আমার মনে হয় ভোটকেন্দ্রের পাশে মাঠের ভিতর বড় আয়োজন করে গরু মহিষ মুরগি জবাই করে দুপুরের খাবারের ব্যবস্থা করলে এবং এলাকায় প্রচার করতে হবে যে ভোট দিবে সে এখান থেকে খেয়ে যেতে পারবে এটা সবার করা উচিত যতজন প্রার্থী আছে সবাই মিলে করতে হবে তাহলে মানুষ ধান কাটা রেখে দুপুরের খাওয়ার জন্য ভোটকেন্দ্রে আসবে এবং ভোট দিয়ে যাবে

তরিকুল ইসলাম
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১:২৩ অপরাহ্ন

যে যাই বলুক তাতে কি আসে যায় তাদের তারা একক ভাবে লুটপাট করতে পারলেই চলবে!

arfath
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১:১১ অপরাহ্ন

এই ধরনের নিম্নমানের নির্বাচনের কোন প্রয়োজন নেই। সরকারি ডাটা এটা, কিন্তু আসলে ভোট অনেক কম পড়েছে।

হাসান
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৮ অপরাহ্ন

প্রতিটি ভোট কেন্দ্রে সরকারি আয়োজনে ভোটারদের মাঝে ভোট দেয়ার পর বিরিয়ানির প্যাকেট সরবরাহের ব্যবস্হা করা হউক। এতে নিঃসন্দেহে ভোট দেয়ার হার বহুলাংশে বৃদ্ধি পাবে।

Ekramul kobir
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

জনগন ভোট প্রত্যাক্ষান করেছে। কেননা এটা কোন নির্বাচন নয় বলেই জনগণ মনে করে।

obaidur rahman
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৭ পূর্বাহ্ন

কেউ ভোট না দিলেও ভোটার উপস্থিতি দেখায় কেমন??

Mozammel
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

আমরা সঠিক হিসাব কখন পাবো?

বেনামী
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:২৫ পূর্বাহ্ন

সিইসি শিডিউল ঘোষণার সময় মনে করেছিলেন মে মাসে বাংলাদেশে পিকনিকের মৌসুম চলে,,হঠাৎ নির্বাচনের দিন মনে হচ্ছে ধান কাটার মৌসুম!!!

H M MAHFUJUR RAHMAN
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:০২ পূর্বাহ্ন

এটাও ঠিক কি না ভেবে দেখুন ?? অবশ্যই ঠিক না।

মো : আব্দুল খালেক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫০ পূর্বাহ্ন

কাদের সাহেব চোখের ডাক্তার দেখান। আপনাদের অনুগত সিসি যেখানে বলেছে ৪০ শতাংশ, সেটা সত্যি বলে ধরে নিলেও বিরোধীদল কত পার্সেন্ট হিসাব করেন।

মোঃ আজিজুল হক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩০ পূর্বাহ্ন

এথেকে বলা যায় বিএনপি সফল

Emon
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:৩৯ পূর্বাহ্ন

মূলত নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থা নেই। ভোট দিতে পারলেও তা গণনা করা হবে কিনা ভোটারদের মনে এমন সন্দেহ রয়েছে। এজন্য ভোটার উপস্থিতি কমেছে।

Md. Obaidur Rahman
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩০ পূর্বাহ্ন

জনগনের কষ্টের টাকা খরচ করেএই ইলেকশনের কোন যৌক্তিকতা নেই, ইলেকশন কমিশন ও দরকার নাই ।

Sikder
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১২:২৩ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status