ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

ফের ঢাকা আসছেন ডোনাল্ড লু

বিশেষ প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ৭ মে ২০২৪, মঙ্গলবার, ৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১১ পূর্বাহ্ন

mzamin

ফের বাংলাদেশ সফরে আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া, বিশেষত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভালে দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। চলতি মাসের মাঝামাঝিতে তার সফরটি হচ্ছে বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা। তবে শেষ পর্যন্ত সফরটির দিনক্ষণ এবং কর্মসূচীতে সংযোজন-বিয়োজনের সম্ভাবনা বিদ্যমান থাকায় এখনই খোলাখুলি সব বলতে বারণ রয়েছে বলে দাবি করেছেন সরকারি এক কর্মকর্তা। প্রায় অভিন্ন অবস্থান ঢাকার মার্কিন দূতাবাসের। 

সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা বলছেন, ৭ই জানুয়ারিতে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের পরপরই বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আলোচনা শুরু হয়। নির্বাচন প্রশ্নে ওয়াশিংটনের স্বতন্ত্র অবস্থান থাকলেও দুই দেশের মধ্য বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ছিলো যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।

কর্মকর্তারা জানান, সরকার এরইমধ্যে ১০০ দিন পার করেছে, বিধায় প্রস্তাবিত অন্য সফরগুলো বাস্তবায়নে মনোনিবেশ করছে ঢাকা।

কর্মকর্তাদের মতে, নানা কারণে সাউথ এশিয়ায় আলোচিত ডোনাল্ড লু'র ঢাকায় এটি হবে ৪র্থ সফর। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের জন্য স্বতন্ত্র মার্কিন ভিসা নীতি ঘোষণাসহ নানামুখি তৎপরতার পার্ট হিসেবে গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। সেই সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গী হয়ে এসেছিলেন তিনি। ভোটপূর্ব রাজনৈতিক মাঠের বাড়তি উত্তাপের কারণে উজরা জেয়া ও ডোনাল্ড লু'র  যুগল সফরটি দেশ ও দেশের বাইরে বেশ আলোচনায় ছিলো। উজরা জেয়া ও ডোনাল্ড লু সেদিন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাৎ পেয়েছিলেন।

বিজ্ঞাপন
নির্বাচন কোন ফর্মে হবে তা নিয়ে যে যুক্তরাষ্ট্রের কোনো চাওয়া নেই, সেটি তাদের সফরে স্পষ্ট করা হয়েছিলো। মূলত বিষয়টি বাংলাদেশের নেতৃত্বের ওপর ছেড়েছিলো যুক্তরাষ্ট্র। তাই তো শিরোনাম হয়েছিলো- 'বাংলাদেশের কোর্টে বল ঠেলে দিয়ে বিমানে উঠলেন উজরা'।  সঙ্গে ডোনাল্ড লু।

আলোচিত সেই সফরে প্রভাবশালী ওই কর্মকর্তা খোলাসা করেই বলেছিলেন, ‘আসুন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দিই।’
জুলাইয়ের ঢাকা সফরের পরও উজরা জেয়া ও ডোনাল্ড লু’র সঙ্গে ওয়াশিংটনে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে দেখা-সাক্ষাৎ হয়েছে। সেখানে বাংলাদেশ নিয়েই আলোচনা হয়েছে। সর্বশেষ গত মার্চে ডোনাল্ড লু ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন। সেই বক্তৃতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকানদের কথা উল্লেখ করে লু বলেন, তাদের শক্তি ও অসাধারণ কঠোর পরিশ্রম দুটি মহান জাতির মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশি-আমেরিকানরা দুই দেশের সম্পর্ক জোরদারে যেভাবে কাজ করে যাচ্ছেন, তা গর্বের বিষয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের অবদানের ভূয়সী প্রশংসাও করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর ডোনাল্ড লু।

বাংলাদেশের ৫৪তম ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন তিনি। সেই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত (অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত) এম. জিয়াউদ্দিন, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে নির্বাচিত স্টেট সিনেটর বাংলাদেশি আমেরিকান সাদ্দাম সেলিম এবং আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মজলুম জনগনের পক্ষেই থাকবে আমেরিকা ।

Monir
৮ মে ২০২৪, বুধবার, ৩:৪৫ অপরাহ্ন

ডোনাল্ড লু'র ঢাকা সফর জনগণের কোন উপকারে আসেনা। কারণ তাদের দাদা ভারতের উপর তাদের কোন কথা চলেনা।

কলকি মজু
৮ মে ২০২৪, বুধবার, ৩:৪০ অপরাহ্ন

চলতি মাসের মাঝামাঝিতে তার সফরটি হচ্ছে বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা?

Rakib
৮ মে ২০২৪, বুধবার, ১:২০ অপরাহ্ন

ডোনাল্ড লু'র কিছু করার ক্ষমতা আছে ki নাই সেটা পরের কথা- কিন্তু ডোনাল্ড লু' বাংলাদেশ সফরে আসবে শুনলে অনেকেই - কাপড় চোপড় নষ্ট করে দেয়। বাকিটা মিলিয়ে নিয়েন।

JASIM UDDIN
৮ মে ২০২৪, বুধবার, ১০:১৫ পূর্বাহ্ন

বিদেশীদের মুখের পানে চেয়ে থাকা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয় । ক্ষমতাসীনরা যখন ক্ষমতার বাঘের পিঠে সওয়ার হন তখন তারা ইচ্ছা করলেও ক্ষমতা ছাড়তে পারেন না । কারন বাঘের পিঠ থেকে নামার পরিনিতি কি হবে তা তারা জানেন , তাই তারা সেখান থেকে নামেন না।

zakiul Islam
৮ মে ২০২৪, বুধবার, ৮:২৩ পূর্বাহ্ন

মনে হচ্ছে ডোনাল্ড লু আসছ রি-ইলেকশনের ব্যাপারে কঠোর কিছু বলতে।

mohd. Rahman ostrich
৮ মে ২০২৪, বুধবার, ৬:০৬ পূর্বাহ্ন

এদের আসা যাওয়ায় কারো কিছু আসে যায় না বা যায় আসে না। Coming going doing nothing.

Tulip
৮ মে ২০২৪, বুধবার, ১২:৫৯ পূর্বাহ্ন

যার অধীনেই ভোট হোক, যে ফরম্যাটেই হোক, নির্বাচন এ আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারোর নেই।

Mohsin
৭ মে ২০২৪, মঙ্গলবার, ১০:৫২ অপরাহ্ন

ভারতের পররাষ্ট্র সচিব অজিত দোভাল এবং ডোনাল্ড লু'র ঢাকা আগমনের মধ্যে কোন যোগসূত্র আছে কি-না কে জানে। তবে সরকারের কথায় অস্থিরতা ফুটে উঠেছে।

মোস্তফা কামাল
৭ মে ২০২৪, মঙ্গলবার, ৯:৩৪ অপরাহ্ন

দেশের জনগণ কোন পরিবর্তন না ঘটালে বিদেশী শক্তি কোন পরিবর্তন করতে পারবেনা।

মিলন আজাদ
৭ মে ২০২৪, মঙ্গলবার, ৮:৫৭ অপরাহ্ন

জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন করা যায় কিনা ...........

Yes name
৭ মে ২০২৪, মঙ্গলবার, ৭:৩৭ অপরাহ্ন

অবশ্যয় কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল।আশা করি ভালো নিয়ত নিয়ে আসবে।

Md Chowdhury
৭ মে ২০২৪, মঙ্গলবার, ৬:৪০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status