ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

হোয়াইট হাউসের গেটে সজোরে ধাক্কা মারলো গাড়ি, মৃত্যু চালকের

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৬ মে ২০২৪, সোমবার, ৪:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন

mzamin

রাত তখন সাড়ে ১০টা। হঠাৎই হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি গেটে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির চালককে মৃত অবস্থায় পাওয়া যায়।   ইতিমধ্যে মৃতের পরিচয় জানা গেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে ছিলেন না, সপ্তাহান্তে ডেলাওয়্যারে সময় কাটাচ্ছিলেন তিনি।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গাড়িটি ১৫তম স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এনডব্লিউয়ের সংযোগস্থলে একটি ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে। প্রশ্ন উঠতে শুরু করেছে, গাড়িটি কীভাবে নিরাপত্তা বেষ্টনি এড়িয়ে হোয়াইট হাউসের গেট পর্যন্ত চলে এল? নাশকতার উদ্দেশ্য ছিল কি-না, যাবতীয় বিষয়ে তদন্ত শুরু করেছে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস

সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে নিরাপত্তাজনিত যাবতীয় প্রোটোকল মেনে কাজ করা হয়েছে। তবে হোয়াইট হাউসের জন্য কোনও বিপদের হুমকি ছিল না বলে দাবি করেছে এই সংস্থা। দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া গাড়ির অংশটি ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। 

এর আগে গত জানুয়ারি মাসে হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল সেটি। কিন্তু বেশিদূর যাওয়ার আগেই গাড়িটি আটকে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা।

বিজ্ঞাপন
অভিযুক্ত চালককে হেফাজতে নেওয়া হয়েছিল।

গত বছর মে মাসে প্রেসিডেন্টকে হত্যা করে দেশ চালাতে চান, এমন দাবি করে ১৯ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত তরুণ একটি ভাড়া করা ট্রাক নিয়ে হোয়াইট হাউসে ঢুকে পড়েছিলেন। হোয়াইট হাউসে সাম্প্রতিক বছরগুলিতে একাধিকবার এই ধরণের অনুপ্রবেশের ঘটনা দেখেছে, যার জেরে ২০২০ সালে আইকনিক ম্যানশনের চারপাশে একটি উচ্চতর, শক্ত ধাতব বেড়া নির্মাণের প্রয়োজন পড়ে।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status