ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

ইনসুলিন প্রয়োগ করে ১৭ জনকে খুন, নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড দিলো আদালত

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৫ মে ২০২৪, রবিবার, ৪:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

একজন মার্কিন নার্স  তিন বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকজন রোগীকে হত্যার চেষ্টায় ইনসুলিনের প্রাণঘাতী ডোজ দিয়েছিলেন।  তাকে ৩৮০-৭৬০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত । ওই নার্স ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কমপক্ষে ১৭ জন রোগীর মৃত্যুর জন্য দায়ী ছিলেন। পেনসিলভানিয়ার ৪১ বছর বয়সী ওই নার্সের নাম হেদার প্রেসডি। আগে বিভিন্ন সংস্থায় ছোটখাটো চাকরি করেছেন। কাজ করেছেন পশুচিকিৎসা-কেন্দ্রে। 

পরে ২০১৮ সালের ৩১ জুলাই নার্সের লাইসেন্স পান। তার ভিত্তিতে 'কোয়ালিটি লাইফ সার্ভিসেস' সংস্থায় নার্স হিসেবে কাজে যোগ দেন। নার্স হিসেবে পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে দায়িত্বে ছিলেন হিদার। অভিযোগ, ২০২০ সাল থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর ধরে পাঁচটি হাসপাতালের মোট ২২ জন রোগীর ওপর হিদার কোনো প্রয়োজন ছাড়াই ইনসুলিন প্রয়োগ করেন। বেশিরভাগ সময়েই এই ঘটনা ঘটত রাতে। যখন কর্মী কম থাকত বা নজরদারি একটু শিথিল হত। 

বেশিরভাগ রোগীই প্রথমবার ইনসুলিন প্রয়োগ হতেই মারা যান।

বিজ্ঞাপন
বাকিদের অবস্থাও ক্রমশ শোচনীয় হতে থাকে। ইনসুলিন ওভারডোজের কারণে  হাইপোগ্লাইসেমিয়া হতে পারে,  হার্টবিট বাড়াতে পারে এবং এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। দুই রোগীকে হত্যার জন্য তাকে গত বছরের মে মাসে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় এবং পরবর্তীতে পুলিশের তদন্তে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আনা হয়। ভুক্তভোগীদের পরিবার আদালতকে বলেছে যে খুনি নার্স তার অসুস্থ এবং বয়স্ক রোগীদের জীবন নিয়ে খেলা করার চেষ্টা করেছিল। অতীতে, সহকর্মীরা তার আচরণ নিয়ে অভিযোগ জানিয়েছিল। বলেছিল যে তিনি রোগীদের প্রতি ঘৃণা প্রদর্শন করেন  এবং প্রায়ই তাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।   

মায়ের কাছে পাঠানো টেক্সট বার্তাগুলিতে, প্রেসডি রোগীদের অসুখ নিয়ে আলোচনা করতো । সে প্রায়ই তাদের ক্ষতি করার কথা বলত। নিহতের রোগীর পরিবারের একজন সদস্য আদালতকে বলেছিলেন -' ওই নার্স  অসুস্থ নয়।  পাগল নয়। সে আসলে শয়তান , সে আমার বাবাকে হত্যা করেছে। ' প্রাথমিক অভিযোগের পর তার লাইসেন্স স্থগিত করা হয়েছিল। তারপরেও তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত নার্সিং হোমে অসংখ্য কাজ করে গেছেন। প্রেসডির আগে  চার্লস কুলেন নামের আরেকজন স্বাস্থ্যকর্মী নিউ জার্সি এবং পেনসিলভেনিয়ায় কমপক্ষে ২৯ জন  রোগীকে ইনসুলিনের মারাত্মক ডোজ দিয়ে হত্যা করেছিলেন।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

প্রেসডি ১৭ জন মানুষকে খুন করেছেন। ভাগ্য ভালো তার নাম, মরিয়ম, সায়েরা বা রাহিমা নয়। মুসলিম হতে তো কথাই ছিল না। সব মুসলিমকে দায়ী করা হতো। বাঁচা গেল!

Badsha Wazed Ali
৫ মে ২০২৪, রবিবার, ৮:৫৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status