ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪৩.৮ ডিগ্রি

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

(২ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৬:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বিকেলে এই তাপমাত্রা রেকর্ড করেন আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, গত ৫২ বছরের মধ্যে এটিই দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। তবে পরিস্থিতি এই অবস্থায় চলতে থাকলে আগামী ২/১ দিনের মধ্যে এই রেকর্ডও অতিক্রম হয়ে যেতে পারে।  দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোরে মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সাংবাদিকদের বলেন, আজ যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
তিনি আরও জানান, মঙ্গলবার চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকার তাপমাত্রা ৩৮ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দক্ষিণের জেলা খুলনায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি আর সাতক্ষীরায় ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর উত্তরের জেলা পাবনার তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এই অবস্থায় আজও যশোরসহ গোটা দক্ষিণাঞ্চলের জেলা ও উপজেলা এবং গ্রামাঞ্চলের সর্বত্র বিশেষ করে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছেন।

বিজ্ঞাপন
 রিকশা শ্রমিক, দিনমজুর, কৃষি শ্রমিক থেকে শুরু করে দৈনিক ভিত্তিক মজুরির শ্রমিকরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। সকালে সূর্য ওঠার পর থেকেই তাপদাহের মাত্রা বাড়তে শুরু করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মারাত্মক আকার ধারণ করছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় যশোর বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া অফিসে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা আরো ২/৩ দিন অব্যাহত থাকবে।  তবে আগামী শুক্রবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

বৃষ্টির বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আগামী ২ থেকে ৭ মে পর্যন্ত সময়ে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেই যে তাপমাত্রা অনেক কমে যাবে, বিষয়টি তা নয় বলেও উল্লেখ করেন এক কর্মকর্তা।
এর আগে দুপুর ২টার সময় চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগের দিন এই তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ই মে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা বাংলাদেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ। আর ঢাকায় এ মৌসুমে গত ২০ এপ্রিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল তাপমাত্রা। আর গত বছরের ১৬ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  তার আগে ১৯৬৫ সালে এপ্রিল মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। আর ১৯৬০ সালে ঢাকায় পারদ উঠেছিল রেকর্ড ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

পাঠকের মতামত

আবহাওয়া অধিদপ্তরের তাপমাত্রা মাপার যন্ত্র কি আমাদের অন্যান্য সেক্টরের মত ? কারণ আমরা এরচেয়েও বেশি পাচ্ছি ।

Titu Meer
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৮:০১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status