ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

জার্মানিতে ৬ বছর বয়সী শিশুর সন্ধানে নামলো ১২০০ উদ্ধারকারী

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

হামবুর্গের পশ্চিমে, উত্তর জার্মান শহর ব্রেমারভোর্দের কাছে শুরু হয়েছে বিশাল তল্লাশি অভিযান। কারণ অটিজমে আক্রান্ত ৬ বছর বয়সী এক শিশুর সন্ধান মিলছে না। পুলিশ, সেনা, দমকলকর্মী, টিএইচডব্লিউ সিভিল প্রোটেকশন এজেন্সির সদস্য এবং স্বেচ্ছাসেবকসহ প্রায় ১২০০ উদ্ধারকারী শিশুটিকে খুঁজছেন। আরিয়ান নামের ওই শিশুটিকে সোমবার সন্ধ্যায় শেষ দেখা যায়। একটি নজরদারি ক্যামেরায় দেখা গেছে ছেলেটি তার এলমে বাড়ি ছেড়ে বেরিয়ে এসে একা একা পাশের জঙ্গলের দিকে ছুটছে। তাকে শেষবার কমলা, লম্বা-হাতা সোয়েটার, কালো ড্রাগন প্রিন্টের সোয়েটপ্যান্ট এবং মোজা পরা দেখা গেছে। আরিয়ানের অটিজম আছে এবং পুলিশ জানিয়েছে সে ঠিক মতো কথা বলতে পারে না।

কর্তৃপক্ষ বোট, ড্রোন এবং স্নিফার কুকুর মোতায়েন করেছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলি খাদ এবং পাইপগুলি অনুসন্ধান করেছে। জার্মান প্রেস এজেন্সি ডিপিএ পুলিশের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, "রবিবার যে বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছিল তা দেখায় যে আমাদের এখনই আশা ছাড়লে চলবে না।" তদন্তকারীরা বলেছেন যে আরিয়ানের নিখোঁজ হওয়ার পেছনে কোনো নেতিবাচক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এবং  অনুসন্ধান অব্যাহত থাকবে। পূর্বে এলমের আশেপাশের অঞ্চল থেকে আরও দূরবর্তী অবস্থানগুলিতে তল্লাশি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন
পুলিশ বলছে যে আরিয়ানের পায়ের ছাপ সাম্প্রতিক দিনগুলিতে অনুসন্ধান এলাকায় বারবার পাওয়া গেছে। সৈন্যরা নাইট ভিশন চশমাও ব্যবহার করছে এবং পুলিশ ডুবুরিরাও কাছের ওস্তে নদীতে তল্লাশি চালাচ্ছে। 

সূত্র: dw.com

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status