ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিবিধ

বেক্সিমকো জিরো কুপন বন্ডের বিক্রি শুরু

অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫১ অপরাহ্ন

বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড'-এর সাবস্ক্রিপশন শুরু হয়েছে। গত রোববার (২৮ এপ্রিল) শুরু হওয়া এ সাবস্ক্রিপশনের প্রথম ধাপ শেষ হবে ১৫ মে, ২০২৪ তারিখে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩ এপ্রিল, ২০২৪ তারিখে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে (বেক্সিমকো) মোট ১,৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে।

এই বন্ডের অ্যারেঞ্জার আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর ট্রাস্টি হিসেবে রয়েছে সন্ধানী লাইফ। ‘বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড’-এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এতে প্রতি ১ লাখ টাকায় মাসিক রিটার্ন আসবে ১,২৫০ টাকা।

এই অ-পরিবর্তনযোগ্য, পুনরুদ্ধারযোগ্য, আনসিকিউরড বন্ডের লক্ষ্য বাজার থেকে ১,৫০০ কোটি টাকা সংগ্রহ করা, যার মধ্যে ১,০০০ কোটি টাকা শ্রীপুর টাউনশিপ লিমিটেডকে মায়ানগর প্রকল্প উন্নয়নের জন্য ঋণ হিসেবে প্রদানের জন্য ব্যবহার করা হবে। বাকি ৫০০ কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে।

উচ্চ হারের রিটার্নের কারণে বিনিয়োগটি বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে, যেখানে এক লাখ টাকা বিনিয়োগ করলে মূলধনসহ পাঁচ বছরে মোট রিটার্ন আসবে ১,৭৫,০০০ টাকা। বিশেষত অনাবাসী বাংলাদেশী (এনআরবি) এবং স্থানীয় চাকুরীজীবীদের জন্য এ রিটার্ন আকর্ষণীয় হতে পারে, কারণ সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র হিসেবে এটি অন্যতম সেরা অফার।

এই বন্ড সাবস্ক্রিপশনে বিনিয়োগের নিম্নসীমা নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ টাকা এবং এটির সর্বোচ্চ সীমা নেই। ফলে সব ধরণের বিনিয়োগকারীরা এতে বিনিয়োগ করতে পারবেন। অত্যন্ত আকর্ষণীয় সীমিত সংখ্যক এ বন্ড বিক্রি হচ্ছে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে।

আগ্রহীরা ১৬৯০০ নম্বরে কল করে অথবা এ সংশ্লিষ্ট প্রচারণায় ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে এই বন্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।

এ ধরণের শক্তিশালী আর্থিক পণ্যের মাধ্যমে বেক্সিমকো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদেরও এই উদ্যোগে অংশ নিতে উদ্বুদ্ধ করে, যা আকর্ষণীয় আর্থিক মুনাফার পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সহায়ক।

বেক্সিমকো সম্পর্কে
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, সংক্ষেপে বেক্সিমকো নামেও পরিচিত, বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী।

বিজ্ঞাপন
বস্ত্র ও পোশাক, ওষুধ, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য শক্তি, সিরামিক, আবাসনসহ আরও অনেক খাতে বেক্সিমকোর ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখছে বেক্সিমকো।

মায়ানগর সম্পর্কে
মায়ানগর ১২০ একরেরও বেশি ভূমি নিয়ে গড়ে ওঠা দেশের প্রথম জনপদ যেখানে আবাসিক, বাণিজ্যিক এবং বিনোদন কেন্দ্রের এক অপূর্ব সমন্বয় ঘটেছে। এখানে আছে আনুমানিক ১৮,০০০ আবাসিক ইউনিটের পাশাপাশি ৫০ লাখ বর্গফুটের বাণিজ্যিক কেন্দ্র। এই জনপদে বিভিন্ন নাগরিক সুবিধার পাশাপাশি আছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠান, পার্ক এবং খেলাধুলার স্থানসহ উন্নত জীবনযাত্রার বিভিন্ন উপকরণ। এর নকশা প্রণয়নের ক্ষেত্রে একটি স্বয়ংসম্পূর্ণ ও টেকসই জীবনযাপনের পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সবুজের সমারোহ ঘটানো এবং সক্রিয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status