ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিবিধ

আন্তঃবিশ্ববিদ্যালয় রিয়েল-টাইম বিনিয়োগ প্রতিযোগিতা এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

(১ সপ্তাহ আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৩ অপরাহ্ন

mzamin

সিটি ব্রোকারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ইডব্লিউইউ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইনান্স ক্লাব (ইডব্লিউআইএফসি) আয়োজিত "সিটি ব্রোকারেজ লিমিটেড প্রজেন্টস নেক্সটর" বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় রিয়েল-টাইম বিনিয়োগ প্রতিযোগিতা এর গ্র্যান্ড ফিনালে ৫ই মে, ২০২৪-এ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। প্রোগ্রাম চেয়ার ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শামস্ রহমান, সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা-পরিচালক ও সিইও মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ। 

এই দেশব্যাপী বিনিয়োগ প্রতিযোগিতাটি গত তিন মাস ধরে অনুষ্ঠিত হয়েছিল যেখানে সারা দেশের ২৬ টি বিশ্ববিদ্যালয়ের ২৪৪ টি দল তিনটি প্রতিযোগিতামূলক রাউন্ডে অংশ নেয়। উক্ত প্রতিযোগিতার অংশ হিসেবে মূলধন বাজারের বিভিন্ন পেশাদারদের দ্বারা কয়েকটি কর্মশালা পরিচালিত হয়। গ্র্যান্ড ফাইনালে ঢাবি, আইবিএ, এনএসইউ, ব্র্যাক, বিইউপি এবং ইডব্লিউইউ-এর ৭টি দল অংশগ্রহণ করে। উক্ত দলগুলি সিবিএল-এর সাথে বিও অ্যাকাউন্ট খুলে সিবিএল-এর অত্যাধুনিক অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম “সিটি ইনফিনিটি”র সাথে রিয়েল-টাইম ট্রেডিং পরিচালনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম "ডাম্ব মানি" এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসাবে আবির্ভূত হয়; প্রথম রানার-আপ হিসাবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর “টিম কুইন্টেসেনশিয়াল” এবং দ্বিতীয় রানার-আপ হিসাবে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর টিম “আর্কটিক ওলভস” স্থান করে নেয়।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status