ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইইউ

কূটনৈতিক রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ অপরাহ্ন

mzamin

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেপ বোরেল গণমাধ্যমকর্মীদের আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী মে মাসের শেষ দিকে জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইইউ'র চারটি দেশকে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলে তা হবে ‘সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণা’র শামিল।
আন্তর্জাতিক আরবি সংবাদ টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার এক প্রতিবেদন বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। বিশেষ এই সম্মেলনে ইইউ’র প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জোসেপ বোরেল।

সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জোসেপ বোরেল বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার জন্য ইইউর সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া সবচেয়ে এগিয়ে রয়েছে।

পাঠকের মতামত

ইহুদিদের হতে আর কত অত্যাচার নির্বিচারে সইতে হবে ফিলিস্তানিদের! ফিলিস্তিনদের স্বাধীনতা পাবার অধিকার আছে বলে আমি মনে করি। অতএব যত দূরত্ব সম্ভব ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। md ekramul

citu Mojlla
১ মে ২০২৪, বুধবার, ১২:০৭ পূর্বাহ্ন

একটি রাষ্ট্রের স্বাধীনতার জন্য যে পরিমাণ জীবন উতসরর্গ করতে হয় ফিলিস্তিনিরা তার চেয়ে বেশি জীবন দিয়েছে, তাহলে আর দেরি কেনো। ইয়া আল্লাহ আপনি ফিলিস্তিন কে সাধীন রাষ্ট্র হিসাবে কবুল করুন। আমিন।

A R Sarker
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৬:১০ অপরাহ্ন

সন্ত্রাসীদের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষায় তাঁদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরী। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বড় ভুমিকা রাখতে পারেন।

Harun Rashid
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৪:১১ অপরাহ্ন

ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য ইইউকে ধন্যবাদ। সাথে ইহুদিবাদী দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার চাই।

Md Akkas
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ২:৫৩ অপরাহ্ন

ফিলিস্তিন কে,স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ১০০% জরুরি, কেননা তারা স্বাধীনতা কামি। ইহুদি ইসরাইলদের আর কত অত্যাচার নির্বিচারে সইতে হবে।

md ekramul
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১:০৮ অপরাহ্ন

ফিলিস্তিন রাস্ট্র প্রতিস্টা এখন এই মহুর্ত্যের সব চেয়ে সঠিক দাবী।দ্বিরাস্ট্রভিত্তিক সমাধানই এক মাত্র শান্তিপূর্ণ সমাধানের উপায়।দেরিতে হলে ও আমেরিকার বন্ধুরা এটা বুঝেছে,এটা বড় কথা। বিশ্ববাসি আর নিরীহ নিরস্র ফিলিস্তিনিদের হত্যাকান্ড পছন্দ করেনা।

Ashraf Chowdhury
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:২৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status