ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চৌমুহনীতে অপহরণের ৩ মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৯ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের ৩ মাসেও উদ্ধার হয়নি। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ৭নং ওয়ার্ডে ভিকটিমের নিজ বাড়িতে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রংপুরের লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিনের শৌলমারী গ্রামের ৫নং ওয়ার্ডের মো. মমিন আলীর ছেলে মো. মাহাবুল ইসলাম (২৩) তাদের ঘরের মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে উত্ত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি তার ভাই আলম বাদশাকে অবহিত করলে সে বিষয়টিকে এড়িয়ে যায়। পরবর্তীতে আলম বাদশার ইন্ধনে মো. মাহাবুল ইসলাম আরও বেপরোয়াভাবে উত্ত্যক্ত করতে থাকে এবং হুমকি-ধমকি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পিতভাবে গত ৪ঠা ফেব্রুয়ারি ভিকটিমকে অপহরণ করে মাইক্রোবাসযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা মো. গোলাম মোরশেদ বাদী হয়ে ১০ই ফেব্রুয়ারি বেগমগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি থানা কর্তৃপক্ষ গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। উক্ত মামলায় বেগমগঞ্জ মডেল থানার ওসি সাব-ইন্সপেক্টর, (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামকে মামলার তদন্তভার প্রদান করেন। 

অপহরণ মামলার তদন্তকারী এসআই (নি.) মো. শহিদুল ইসলাম মানবজমিনকে বলেন, আসামিদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানার পুলিশ টিমকে প্রয়োজনীয় আইনি সহায়তা করার অধিযাচনপত্র প্রেরণ করা হলেও কালিগঞ্জ থানার ওসি সহযোগিতা করেনি। স্কুল ছাত্রীর পিতা অপহরণের ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব-১, উত্তরা, ঢাকা অধিনায়ক এর নিকট তার অপহৃত মেয়েকে উদ্ধারে সহযোগিতা চেয়ে গত ১১ই মার্চ একটি লিখিত আবেদন করেন।

বিজ্ঞাপন
অপহৃতার পিতা বলেন, পুলিশ নিয়ে উদ্ধারের জন্য কালিগঞ্জ গেলে স্থানীয় এমপি, তার ভাই এবং থানার ওসি ও মেম্বার ভিকটিম উদ্ধারে বাধা প্রদান করেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status