ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নবীগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়ে গণসংযোগের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে
৯ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

নবীগঞ্জে ২১শে মে অনুষ্ঠিতব্য দ্বিতীয়ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতিগোবিন্দ দাশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচনী গণসংযোগ ও পোস্টারে নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করে প্রতারণামূলক প্রচারণার অভিযোগে প্রতিকার চেয়ে করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লোকজন হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডে লিখিত অভিযোগ দায়ের করেন। এনিয়ে নির্বাচনী এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী গতিগোবিন্দ দাশের পরিবারে কোন মুক্তিযোদ্ধা নেই এবং তিনিই তার পরিবারের একমাত্র সন্তান। তাহলে তিনি কিভাবে নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান দাবি করেন। গণসংযোগে মিথ্যা তথ্য শহীদ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভ্রন্তির মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের  অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাশের পুত্র গতিগোবিন্দ দাশ ৮নং ওয়ার্ডের বাসিন্দা। 

তার নিজ গ্রামের বিশ্বজিত দাশ, কালিপদ দাশ, লোকেশ দাশ, কৌশিক দাশ, অর্জুন দাশ, কানাই দাশ, মৃত্যুঞ্জয় দাশ, রিন্টু দাশ, বানি কান্ত দাশ স্বাক্ষরিত অভিযোগে বলেন, একই সাকিনের বাসিন্দা হিসেবে বয়স্ক লোকজনের সাথে তার মিথ্যা প্রচারণা বিষয়ে জানতে পারি। গতিগোবিন্দ দাশের পরিবারে কোন মুক্তিযোদ্ধা নেই। সে তার পরিবারের একমাত্র সন্তান। তাছাড়া তার দাদা মুক্তিযোদ্ধ শুরুর অনেক পূর্বেই মারা যান এবং তার বাবা বয়স্ক হয়ে অসুস্থ অবস্থায় মৃত্যু বরণ করেন।

বিজ্ঞাপন
এসব গ্রামবাসী হিসেবে আমরা সকলেই অবগত। অভিযুক্ত আওয়ামী লীগ নেতার পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করা সত্ত্বেও নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করা প্রকৃত মৃক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। মিথ্যা অপপ্রচার নিয়ে এলাকায় তুমুল বিতর্ক সমালোচনার সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগের অনুলিপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, হবিগঞ্জ জেলা নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়েছে। এনিয়ে এডভোকেট গতিগোবিন্দু দাশের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

যেহেতু সে আওয়ামীলীগ করে সেহেতু সে বিনা বাক্য ব্যয়ে মুক্তিযুদ্ধা।

মোঃ আজিজুল হক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status