ঢাকা, ১৩ মে ২০২৪, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

কালবৈশাখী ঝড়

লাউয়াছড়া বনে রেললাইনের উপর পড়লো গাছ, ২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ৯:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৬ অপরাহ্ন

mzamin

কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনে গাছ পড়ে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল ২ ঘন্টা বন্ধ ছিল। রবিবার বিকেল সাড়ে ৫টার পর থেকে রেল চলাচল বন্ধ হয়ে গেলে দূর্ভোগে পড়েন যাত্রীরা। দ্রুত রেলকর্মী ও বন বিভাগের লোকজন রেললাইন থেকে গাছ সরালে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
বনবিভাগ ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সুত্রে জানা গেছে, রবিবার বিকেলে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আঘাত হানে মৌলভীবাজার জেলাজুড়ে। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথে রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও ভানুগাছ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেন আটকা পড়ায় দূর্ভোগে পড়েন যাত্রীরা।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘ঝড়ে লাউয়াছড়ার ভেতরে রেললাইনের ওপর বড় ও মাঝারি আকারের কয়েকটি গাছ ভেঙে পড়ায় সিলেটের সাথে বিকেল সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। গাছ অপসারণ করার পর সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status