ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

উপজেলা নির্বাচন

বর্তমান ও সাবেক এমপি’র সমর্থিত প্রার্থীদের ভোটের লড়াই

পঞ্চগড় প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড় জেলার ৩ উপজেলায় বিএনপি-জামায়াতের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে না। বিএনপি’র কয়েকজন নেতা মনোনয়ন দাখিল করে শেষ দিনে প্রত্যাহার করে নিয়েছেন। এতে ভোটারদের মধ্যে উৎসাহের ভাটা পড়লেও বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্যের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের ভোটের লড়াই হচ্ছে। প্রতীক পাবার পর এরই মধ্যে প্রার্থীরা ভোটযুদ্ধে মাঠে নেমে পড়েছেন। প্রার্থীরা আগেভাগেই গণসংযোগ ও পথসভা শুরু করেছেন। চলছে মাইকিং। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এবারো নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। ফলে স্বাভাবিকভাবে মুক্তার সমর্থন আমিরুলের পক্ষেই থাকবে বলে মনে করা হচ্ছে। আমিরুল ব্যক্তি হিসেবে দলের বাইরে জনপ্রিয়।

বিজ্ঞাপন
তবে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার নির্বাচন করছেন দু’বারের নির্বাচিত সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা এএস মো. শাহনেওয়াজ প্রধান শুভ। তিনি এবার নতুন মুখ হলেও বাবার সুবাদে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তিনি প্রার্থী হওয়ার জন্য নানাভাবে সক্রিয় ছিলেন। তেঁতুলিয়ায় এবার ৪ জন শক্তিশালী প্রার্থী পরস্পরের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন। এরমধ্যে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্‌্রাটের পক্ষে কাজ করেছেন। আত্মীয়তার সম্পর্ক থাকলেও নির্বাচনসহ বিভিন্ন কারণে সংসদ সদস্য মুক্তার সঙ্গে ডাবলুর ব্যাপক দূরত্বের সৃষ্টি হয়েছে। ডাবলু সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধানের ভাগিনা। এবার নতুন প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী আনিসুর রহমান। তিনি এমপি মুক্তার নিকটাত্মীয়। কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন সকল মহলে বেশ জনপ্রিয় হওয়ায় শক্ত অবস্থানে রয়েছেন। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তারুল হক মুকু বিএনপি সমর্থক। তিনি পাথর শ্রমিক নেতা। জনপ্রিয় মুকু গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। তাকে কৌশলে হারানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী নিজাম উদ্দিন খান। আটোয়ারীতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে লড়াই হচ্ছে। দু’বারের নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুল ইসলাম এবারো প্রার্থী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান। জনপ্রিয় নেতা তৌহিদুল ইসলাম সংসদ নির্বাচনে এমপি মুক্তার পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান। আনিসুর দলীয় পদসহ নির্বাচনে তৌহিদুলের চির প্রতিদ্বন্দ্বী বলে তিনি জানিয়েছেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status