ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

কড়া শাস্তির মুখে পড়লেন নাভালনির শেষকৃত্য সম্পন্নকারী রাশিয়ান পুরোহিত

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪২ অপরাহ্ন

mzamin

রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান একজন রাশিয়ান ধর্মযাজক দিমিত্রি সাফ্রোনোভকে বরখাস্ত করা হয়েছে। তিনি ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনির শেষকৃত্য পরিচালনা করেছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র প্যাট্রিয়ার্ক কিরিল জানিয়েছেন, রাশিয়ার অর্থোডক্স চার্চের তরফে সাফ জানিয়ে দেয়া হয়েছে, পুরোহিতের কোনও কাজ করতে পারবেন না দিমিত্রি। এমনকি পুরোহিতদের জন্য নির্দিষ্ট পোশাক পরার অধিকারও থাকবে না তার। 

১৬ ফেব্রুয়ারি রাশিয়ার জেলে মৃত্যু হয় রাশিয়ার বিরোধী নেতা তথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক নাভালনির। ১৯ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছিল নাভালনিকে। তার সমর্থকদের অভিযোগ, জেলে লাগাতার নির্যাতনের ফলেই নাভালনির মৃত্যু হয়েছে। দীর্ঘ টালবাহানার পরে গত ২ মার্চ মস্কোতে সমাধিস্থ করা হয় রাশিয়ার প্রধান বিরোধী নেতাকে। সেইদিনের শেষকৃত্য পরিচালনা করেছিলেন রুশ অর্থোডক্স চার্চের পুরোহিত দিমিত্রি সাফ্রোনোভ। চার্চের সমস্ত রকম নিয়ম মেনেই নাভালনিকে সমাধিস্ত করেন তিনি। নাভালনির শেষকৃত্যের দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন যা রাশিয়ায় একটি বিরল ঘটনা।

বিজ্ঞাপন
গত দুই বছরে প্রায় ২০,০০০ লোককে আটক করা হয়েছে। যদিও ক্রেমলিন নাভালনির সমর্থকদের অভিযোগ অস্বীকার করেছে যে তাকে হত্যা করেছে। তার মৃত্যুর শংসাপত্রে বলা হয়েছে, তিনি প্রাকৃতিক কারণে মারা গেছেন। 

৯ মার্চ ফুল দিয়ে সাজানো নাভালনির সমাধিতে বক্তৃতা দিতে গিয়ে, সাফ্রোনভ বলেন, নাভালনি রাশিয়ানদের হাল ছেড়ে না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এরপরই চার্চ কর্তৃপক্ষের রোষে পড়েন দিমিত্রি। যদিও চার্চ তার সিদ্ধান্তের কারণ জানায়নি। তবে আপাতত মস্কোর একটি গির্জায় বাইবেল পড়া ছাড়া আর কোনও কাজ করতে পারবেন না দিমিত্রি। পুরোহিতদের পোশাক পরার অধিকারও থাকবে না তার। ২০২৭ সাল পর্যন্ত এইভাবেই জীবন কাটাতে হবে তাকে। রাশিয়ান অর্থোডক্স চার্চ পুতিনের প্রধান সমর্থক। তারা LGBTQ সম্প্রদায়ের উপর ক্র্যাকডাউনসহ পুতিনের রক্ষণশীল সামাজিক নীতির প্রচারকে গ্রহণ করেছে এবং ইউক্রেনের উপর সামরিক আক্রমণকে সমর্থন করে এসেছে।কেসনিয়া লুচেনকো, একজন বিশেষজ্ঞ যিনি রাশিয়ান অর্থোডক্স চার্চের  সমালোচনা করে বলেছেন, সাফ্রোনভ ঝুঁকি থাকা সত্ত্বেও নাভালনির শেষকৃত্যে অংশ নিয়ে পুরোহিতের দায়িত্ব পালন করে ‘একজন প্রকৃত নায়ক’ হয়ে উঠেছেন।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

আসলে স্বৌরাচার একধরনের নাস্তিক্যবাদ এদের হাতে ধর্ম কর্ময় নিরাপ নয় । দাফন কাফনের মত অনুষ্ঠানেও রেহাই নেই।

Khan.
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:০৭ অপরাহ্ন

G

md.shamdur
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:৩১ অপরাহ্ন

বহুদিন পরে পাইছি সিস্টেমে !

Yes name
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:২৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status