ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

প্রথম দিনই মুশফিক-মুমিনুলদের সঙ্গে মুশতাক

স্পোর্টস রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের অনুশীলন কিট তুলে দেন মুশতাক আহমেদের হাতে। এরপর  জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীমের সঙ্গে সৌজন্য আলাপের পর তাকে জড়িয়ে ধরছেন মুশতাক আহমেদ। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও করমর্দন করতে দেখা গেছে তাকে। ছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলামরাও। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজের বাংলাদেশ অভিযান শুরু করবেন সাবেক তারকা এই লেগ স্পিনার। তবে প্রশ্ন উঠেছে মুশফিক, মুমিনুলরা তো টি-টোয়েন্টি সিরিজে নেই তাহলে মুশতাকের সঙ্গে তারা কেন! পরে জানা গেছে, মূলত সামনে টেস্ট সিরিজ নিয়েই তারা অভিজ্ঞ এই স্পিন কোচের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন তাদের অবস্থান ও পরিকল্পনার কথাও। দলীয় একটি সূত্রে জানায়, ‘আসলে মুশফিক-মুমিনুল ও তাইজুলদের সঙ্গে নতুন স্পিন বোলিং কোচ আসন্ন টেস্ট সিরিজ নিয়েই আলোচনা করেছেন।’ আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন মুশতাক। চট্টগ্রামে আগামী ২৬ থেকে ২৮শে এপ্রিল হবে এই প্রস্তুতি ক্যাম্প। সেখানেই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ টি-টোয়েন্টির সিরিজের প্রথম তিন ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ঢাকায় হবে শেষ দুটি ম্যাচ।

বিজ্ঞাপন
এদিকে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে পৌঁছাবে ২৮শে এপ্রিল। সেদিনই তারা চট্টগ্রামে চলে যাবে। এই  সিরিজকে সামনে রেখে কোচিং স্টাফরা ঢাকায় ফিরতে শুরু করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালে ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যান জাতীয় দলের কোচ হাথুরুসিংহে। গত রোববার গভীর রাতে হাথুরুসিংহে বাংলাদেশে ফেরেন। শুধু হাথুরুসিংহে নয়, কোচিং স্টাফ টিমের বাকিরাও চলে এসেছেন। ব্যাটিং কোচ ডেভিড হেম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও ফিরেছেন। নবনিযুক্ত ট্রেনার ন্যাথান কিলি সবার আগে বাংলাদেশে এসে কাজ শুরু করেছেন। দুই বছরের জন্য নিযুক্ত হওয়া পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিনও যোগ দিয়েছেন।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status