ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘কিছুর পরোয়া না করে আইনি পদক্ষেপ নেবো,’ ক্লাসিকোর গোল নিয়ে লাপোর্তা

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন

mzamin

লা লিগার এল ক্লাসিকোয় বার্সেলোনা উইঙ্গার লামিনে ইয়ামালের ‘না হওয়া’ গোল নিয়ে বিতর্কের রেশ যেন থামছেই না। রোববার ম্যাচ শেষে এটিকে ‘বিরাট অন্যায়’ বলে মন্তব্য করেন বার্সা বস জাভি। এবার কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা বললেন, ভিএআরের পর্যবেক্ষণে কোনো ভুল ধরা পড়লে আইনি পদক্ষেপ নেবেন তারা। 

লা লিগায় গত রোববার রাতে বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় রিয়াল। ম্যাচের ২৮তম মিনিটে রাফিনহার ক্রস থেকে বুদ্ধিদীপ্ত টোকায় ইয়ামাল গোল করেছিলেন বলেই মনে হচ্ছিলো শুরুতে। রিয়াল গোলকিপার আন্দ্রি লুনিন কোনোরকমে আটকে দেন বল। বারবার ভিএআর দেখে শেষ পর্যন্ত গোল দেননি রেফারি। 
 

এ প্রসঙ্গে লাপোর্তা জানান, ওই ঘটনার সব ফুটেজ এবং অডিও রেকর্ড স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে চেয়েছে বার্সেলোনা। সেটা খতিয়ে দেখার পর নিজেদের করণীয় ঠিক করবেন তারা। লাপোর্তা বলেন, ‘যদিওই ঘটনার বিষয়গুলো পুনরায় পর্যালোচনা করে ক্লাব মনে করে কোনো একটা ভুল হয়েছে, তাহলে ওই সিদ্ধান্ত বদলানোর জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবো আমরা। কোনো কিছুর পরোয়া না করে, অবশ্যই, যেকোনো ধরনের আইনি পদক্ষেপ নেবো।’
তিনি আরও বলেন, ‘যদি নিশ্চিত হতে পারি যে ওটা ন্যায্য গোল ছিল, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো এবং ম্যাচটি পুনরায় আয়োজনের অনুরোধের বিষয়টিও হিসাবের বাইরে রাখছি না আমরা; যেমনটি ভিএআরের ভুলের কারণে ইউরোপে আরও একটা ম্যাচের ক্ষেত্রে ঘটেছিল।’

এ প্রসঙ্গে লাপোর্তা বেলজিয়ান প্রো লিগে অ্যান্ডারলেখট ও হেঙ্কের মধ্যে গত ডিসেম্বরের ম্যাচে ঘটে যাওয়া ভিএআরের ভুলের উদাহরণ টেনেছেন। হেঙ্কের আবেদনের প্রেক্ষিতে পেশাদার ফুটবলের ডিসিপ্লিনারি কাউন্সিল ভিএআরের ভুলের কারণে ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত দিয়েছিল।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে অফিসিয়ালদের জটিল বিষয়ের মুখোমুখি হতে হয়, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু এই প্রযুক্তি (ভিএআর) রাখাই হয়েছে যাতে, এটি প্রতিযোগিতার ন্যায্যতা বৃদ্ধিতে সহায়ক হয়, ভিন্ন কিছু নয়।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status