ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

আনু মুহাম্মদকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর

স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

জাহাঙ্গীর-নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক এবং তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব আনু মুহাম্মদকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গতকাল দুপুরে আনু মুহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পর স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। তিনি আনু মুহাম্মদের বিষয়ে খোঁজ নিয়েছেন। আমি তার কাছে বিস্তারিত বর্ণনা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে উনার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ যা করা যায় তা করার নির্দেশ দিয়েছেন। ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আনু মুহাম্মদ যেন উনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। সেজন্য যা যা করার আমরা করবো। আমরা কিছু পরীক্ষা করবো দ্রুত এবং পরিকল্পনা করে খুব দ্রুত অপারেশন করার ব্যবস্থা নেবো। এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অধ্যাপক আনু মুহাম্মদকে ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালটি ইউনিট থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন
বর্তমানে তিনি সেখানকার কেবিনে চিকিৎসাধীন আছেন। আনু মুহাম্মদের ভাতিজি নুজাবা বলেন, অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তিনি সকলের সঙ্গে কথা বলছেন। এখানে আসার পর একের পর এক টেস্ট হচ্ছে, ড্রেসিং হচ্ছে। তাকে কালকে যে ডাক্তাররা দেখেছিলেন তারাও এখানে এসে তার খোঁজ-খবর নিচ্ছেন। ডাক্তাররা বোর্ড গঠন করেছেন। আমরা আশা করছি তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। এদিকে আনু মুহাম্মদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। 
উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলগাঁও এলাকার খিদমাহ্‌ হাসপাতালের সামনে ট্রেন থেকে নামতে গিয়ে আহত হন আনু মুহাম্মদ। এ সময় ট্রেনের চাকার নিচে পড়ে তার বাম পায়ের সবক’টি আঙ্গুল ও ডান পায়ের বৃদ্ধাঙ্গুল পুরোপুরি থেঁতলে যায়। 
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status