ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের লিতে মো. হাসান (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ৬০ বিজিবি’র অধিনায়ক (সিও) জাবেদ বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত হাসান কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের জারু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। হাসান তার পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট। তার স্ত্রী ও চার মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। জানা গেছে, গতকাল সকালে বন্ধুদের নিয়ে মো. হাসান কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় ভারত সীমান্তের ২০৫০ পিলার এর কাছাকাছি ঘুরতে যান। এ সময় ভারতের ওই এলাকার তিন নম্বর গেট দিয়ে এক ভারতীয় বিএসএফ এসে তাকে গুলি করে। গুলিটি হাসানের পেছনে আঘাত লাগায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

বিজ্ঞাপন
সঙ্গে থাকা মো. ইয়াছিন ও ইমন মিয়াসহ স্থানীয় কয়েকজন লোক হাসানকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা জারু মিয়া বলেন, হাসান তার ৫ ছেলের মধ্যে সবার ছোট। সে কৃষিকাজ করে। গতকাল সকালে বন্ধুদের সঙ্গে ভারত সীমান্তে ঘুরতে গিয়েছিল। সেখানে বিএসএফ’র গুলিতে মারা গেছে। তার চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে। কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সিকদার বলেন, বিএসএফ’র গুলিতে মো. হাসান নামের এক যুবক মারা গেছেন। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনায়ক (সিও) জাবেদ বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে বাংলাদেশি যুবক বিএসএফ’র গুলিতে মারা যাওয়ার বিষয়টি ভারতীয় বিএসএফকে অবহিত করে পতাকা বৈঠকের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হবে।

 

পাঠকের মতামত

Husband Killed Wife

Shane
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৪:০৬ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status