ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের ২৪শে এপ্রিল ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের ২৪শে এপ্রিল দেশটির (মিয়ানমার) নৌবাহিনীর জাহাজে করে দেশে ফিরিয়ে আনা হবে। পরদিন ২৫শে এপ্রিল একই জাহাজে করে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের ১৪৪ জন নাগরিক নানাভাবে মিয়ানমারে আটকা পড়েছিলেন। অনেকে বন্দিও ছিলেন। তাদের নিয়ে মিয়ানমারের জাহাজ ২৪শে এপ্রিল বাংলাদেশে আসবে।  পররাষ্ট্রমন্ত্রী আগে জানিয়েছিলেন, ২২শে এপ্রিল মিয়ানমারের ২৮৫ জন সীমান্তরক্ষীকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, আজ সেটি হচ্ছে না। মিয়ানমার থেকে পালিয়ে আসা ২৮৫ জন সীমান্তরক্ষীকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য ২৫শে এপ্রিল নতুন সময়সূচি ঠিক করা হয়েছে।

বিজ্ঞাপন
মিয়ানমারের যে জাহাজটি আসছে, সেটিই তাদের সীমান্তরক্ষীদের নিজ দেশে নিয়ে যাবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status