ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

মানবজমিনে সংবাদ প্রকাশ

সাভারের রাজীব-সমরের দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৩ অপরাহ্ন

mzamin

সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের অবৈধভাবে অর্জিত সম্পদের তদন্ত চেয়ে করা আবেদনটি স্বেচ্ছাধীন আইনানুগভাবে নিষ্পত্তি করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুন নেছা রত্না।

অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, আদালত দ্রুত সময়ের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে বলেছেন। দুদককে সেটা স্বেচ্ছাধীনভাবেই করতে বলেছে। তদন্ত করে যদি সত্যতা মেলে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। আর অগ্রগতি জানাতে বলেছেন। অগ্রগতি না হলে আবার প্রেয়ার দিতে বলেছেন তখন রুলসহ আদেশ দেবেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, সাভারের ঘটনায় দুদক বলেছে, যেহেতু আবেদনটি করা হয়েছে মাত্র ১ মাস। তাই দুদক একটি সময় দিলে তারা ব্যবস্থা নেবে। পরে আদালত স্বেচ্ছাধীন তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন। এখানে দুদক যদি মনে করে তাহলে তদন্ত করবে। 

এর আগে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব ও তার ভাই ফখরুল আলম সমরের অবৈধভাবে অর্জিত বিপুল পরিমান সম্পদ ও বাড়ি গাড়ি নিয়ে গত ৬ই ফেব্রুয়ারি জাতীয় দৈনিক মানবজমিনে সংবাদ প্রকাশ হয়।

বিজ্ঞাপন
ওই প্রতিবেদনে দুই ভাইয়ের প্রায় ২ হাজার কোটি টাকার সম্পদ অর্জনের নানা তথ্য দেয়া হয়। এছাড়া সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হওয়া হলমার্ক গ্রুপের বিপুল পরিমান সম্পদ বিক্রি করে দেয়ার তথ্য প্রকাশ করা হয়। এবং চেয়ারম্যান হওয়ার পরে সাভারে ১৩টি হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই ভাইয়ের জড়িত থাকার তথ্য তুলে ধরা হয়। পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে সাভার বগাবাড়ি এলাকার মো. সজিব হোসেন নামের এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকা জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে অল্প সময়ে দুই সহোদর কীভাবে ২ হাজার কোটি টাকার মালিক হলেন সে বিষয়ে তদন্ত করতে নির্দেশনা চাওয়া হয়। পরে ব্যবস্থা না নেয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

পাঠকের মতামত

u people have to spent something other wise don't worry- last op president

monir
২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৫:১৬ অপরাহ্ন

দুদক চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জনাব জীবন তো একটাই রাজনীতি এবং পক্ষপাতকে দূরে ঠেলে দিয়ে চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে পুলিশের সাবেক আইজি বেনজির সহ এমন প্রকাশ্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে এদেশের সাধারণ জনগণের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের বর্তমান এবং আগামী প্রজন্মের নিকট নিজেকে অন্যতম উচ্চতায় অধিষ্ঠিত করুন। মনে রাখবেন ইতিহাসে ভালো মন্দ দু'টোই কিন্তু জায়গা পায় ।

দয়াল মাসুদ
২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১:৫৮ পূর্বাহ্ন

দুদক চেয়ারম্যান মহোদয় নিরপেক্ষ তদন্ত করার অনুরোধ করছি। সাথে ওদের অপকর্মের মুল হোতা তাদের মামা মানিক মোল্লার সম্পদের হিসাব‌ও নেওয়ার অনুরোধ রইল।

MD. Maksudur Rahman
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৮:৪০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status