ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বাবরকে যে তিন পরামর্শ দিলেন মিসবাহ্

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৮:৩৯ অপরাহ্ন

mzamin

গত অক্টোবরে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জন্য পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। ৪ মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় পাকিস্তানের নেতৃত্বে ফিরেছেন তিনি। শুক্রবার তার নতুন পথচলা শুরু হয়। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টি- টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এবার বাবরের জন্য তিনটি পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ্ উল হক। 
ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে বাবরের অধিনায়কত্ব নিয়ে মিসবাহ্ বলেন, ‘অভিজ্ঞতা সব সময় অধিনায়কত্বের উন্নতি ঘটায়। আর সব সময়ই উন্নতির জায়গা থাকে। বাবরকে কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে হবে। অতীতে তার যে ভুলগুলো চোখে পড়েছে, সেখানে কৌশলগতভাবে তাকে উন্নতি করতে হবে।’

নিউজিল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে দলের ভেতরে সম্পর্কের টানাপোড়নের গুঞ্জন উড়িয়ে দেন বাবর। দল নিয়ে বাবরের এই মনোভাবের প্রশংসাও করেন মিসবাহ। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে পুরো দলকে একীভূত করে, খেলোয়াড়দের সমর্থন দিয়ে বাবর ভালো করেছে।

বিজ্ঞাপন
বাবরের সঠিক কারণে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো দরকার, ভুল কারণে নয়। এটা বাবরকে শিখতে হবে। দ্বিতীয়ত, কৌশলের দিক থেকে অধিনায়ক হিসেবে তাকে উন্নতি করতে হবে।’

মিসবাহ আরও বলেন, ‘সর্বশেষ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমি সব সময় বলি, উদাহরণ তৈরি করো। পারফরম্যান্স, ফিটনেস সবকিছু দিয়ে নিজে উদাহরণ তৈরি করে অন্যকে করার জন্য বলতে হবে। যখন আপনি এটা করবেন, তখন উন্নতি হবে।’
২০১৯ সালে প্রথমবার পাকিস্তান দলের অধিনায়কত্ব পান বাবর। ৭২টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি, যেখানে ৪২টিতে জিতেছে পাকিস্তান। আর ওয়ানডেতে ৪৩ ম্যাচের ২৬টিতে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status