ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তান সফরে আসছেন ইরানি প্রেসিডেন্ট

মানবজমিন ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, রবিবার
mzamin

দেশ যখন যুদ্ধংদেহী অবস্থানে তখন সোমবার পাকিস্তান সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। পাকিস্তান এ ঘোষণা দিয়ে বলেছে, তারা ইরানের প্রেসিডেন্ট এবং প্রতিনিধিদলকে স্বাগত জানাতে প্রস্তুত। বৃহস্পতিবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, এই সফর হবে তিন দিনের- ২২, ২৩ ও ২৪শে এপ্রিল। এ জন্য পাকিস্তান প্রস্তুত। কিন্তু এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইসরাইল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। এ কারণে রইসির সফর বাতিল হতে পারে বলে গুঞ্জন আছে। কিন্তু পাকিস্তান এমন গুঞ্জন নাকচ করে দিয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, অনেক মাস, অনেক সপ্তাহ আগে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। এ  ঘোষণার একদিন আগেই যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের প্রায় ৫০টি দেশের প্রতিনিধিরা সম্মিলিতভাবে গত সপ্তাহান্তে ইসরাইলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়, আমরা দেখছি ইরানের এই আক্রমণ হচ্ছে ইরান ও তার জঙ্গি সহযোগীদের বিপজ্জনক ও অস্থিতিশীল কর্মকাণ্ডের একটি দিক-  যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি।

ওয়াশিংটন, ইউরোপীয় ইউনিয়ন এবং শিল্পোন্নত রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত জি-সেভেন  গোষ্ঠী তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনার পরিকল্পনা  ঘোষণা করেছে।

বিজ্ঞাপন
এই কর্মতৎপরতা লক্ষ্য হচ্ছে ইসরাইলকে সমর্থন দান এবং যাতে পরিস্থিতির আরও অবনতি না ঘটে সে জন্য রাজি করানো। গত ১লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হন ১৩ জন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদী এবং মোহাম্মদ হাদি হাজি রাহিমিও ছিলেন। হামলার দায় ইসরাইল স্বীকার করেনি। তবে সাক্ষ্য-প্রমাণ যা পাওয়া গেছে, তাতে হামলাটি যে আইডিএফ করেছিল-তা পরিষ্কার। 

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন-  এই হামলার জন্য ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে। তারপর শনিবার রাত ও রোববার ইসরাইলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও  ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র, জর্ডান ও আঞ্চলিক মিত্রদের সহায়তায় বেশির ভাগ ড্রোন- ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। তবে ইসরাইলের ৯টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সফল হয়েছে। আকস্মিক এই হামলার পর ইরানকে পাল্টা জবাব দেয়া হবে বলে ঘোষণা করেছিল ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও দ্ব্যর্থহীনভাবে আইডিএফের এই সিদ্ধান্তকে সমর্থন জানান। তারপর শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুর সাড়ে ১২টার (বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা) দিকে ইরানের তৃতীয় বৃহত্তম নগরী ইস্পাহানে ড্রোন হামলা চালায় আইডিএফ। তবে হামলায় ব্যবহৃত ৩টি ড্রোনই ধ্বংস করে দিয়েছে ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা।
 

পাঠকের মতামত

ইসরাইলকে ধুলিস্বাথ করে ফেলা উচিত। এই ইহুদী জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয়া উচিত। ইসরাইল অচিরেই ধ্বংস হয়ে যাবে এটা নিশ্চিত করে বলতে পারি। আল্লাহর গজব তাদের উপর পড়বেই।

Md Nurul Amin
২১ এপ্রিল ২০২৪, রবিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status