ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

শপথ নিয়েছেন পুতিন ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

মানবজমিন ডেস্ক
৮ মে ২০২৪, বুধবার
mzamin

পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যদিয়ে পুরো রাশিয়ায় তার নিয়ন্ত্রণ আরও শক্ত করলেন তিনি। এ জন্য তিনি গ্রান্ড ক্রেমলিন প্যালেস থেকে লম্বা পথ হেঁটে উপস্থিত হন সেইন্ট অ্যানড্রুস থর্ন হলে। সেখানেই আরও ৬ বছরের জন্য শপথ নিয়ে তিনি জোরালো কণ্ঠে বললেন- আমরা ঐক্যবদ্ধ। আমরা মহান মানুষ। সম্মিলিতভাবে আমরা সব বাধাকে অতিক্রম করবো। আমাদের পরিকল্পনাকে ফলপ্রসূ করবো। সম্মিলিতভাবে আমরা বিজয়ী হবো। তার এই শপথ অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীরা এবং আমন্ত্রিতরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বিজ্ঞাপন
 তার জন্য বিছিয়ে দেয়া হয়েছিল লাল কার্পেট। কিন্তু এই কার্পেট তার কাছে খুবই চেনা। ২০০০ সালের মে মাসে প্রথমবার তিনি যখন প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন থেকে অনেক কিছু পাল্টে গেছে। তখন প্রেসিডেন্ট পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন গণতন্ত্র সুরক্ষিত রাখবেন এবং এর উন্নয়ন ঘটাবেন এবং রাশিয়ার তত্ত্বাবধান করবেন। ২৪ বছরে ক্রেমলিনের এই নেতা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছেন। এই যুদ্ধে রাশিয়ার বহু ক্ষয়ক্ষতি হয়েছে। দেশে গণতন্ত্রের উন্নতি করার পরিবর্তে পুতিন তা কর্তন করেছেন। সমালোচকদের জেলে ঢুকিয়েছেন। তার ক্ষমতার সব চেক অ্যান্ড ব্যালেন্স সরিয়ে দিয়েছেন। হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিওনা হিল মনে করেন, পুতিন নিজেকে নিজে ‘ভ্লাদিমির দ্য গ্রেট’ হিসেবে দেখেন। অর্থাৎ তিনি রাশিয়ার জার। তিনি বলেন, আমরা যদি তার প্রথম দুই দফা প্রেসিডেন্সিয়াল টার্মের দিকে দেখি, তাহলে দেখবো তাহলে পুতিনকে সুষ্ঠুভাবে মূল্যায়ন করা যাবে। তিনি দেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল করেছেন। দেশকে ফের স্বাবলম্বী করেছেন। ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে রাশিয়ার অর্থনীতি এবং ব্যবস্থা ভালো করছিল। কিন্তু ইউক্রেনে যুদ্ধ, ১০ বছর আগে ক্রাইমিয়াকে দখল করার মধ্যদিয়ে সেই ধারা নাটকীয়ভাবে বদলে গেছে। তিনি নিজেকে একজন সাম্রাজ্যবাদী হিসেবে তুলে ধরেছেন। উল্লেখ করার মতো বিষয় হলো পুতিন প্রথম ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে ৫ জন ভিন্ন ভিন্ন প্রেসিডেন্ট এবং বৃটেনে সাতজন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। প্রায় ২৫ বছর রাশিয়াকে শাসন করার মধ্যদিয়ে পুতিন তার সুনির্দিষ্ট চিহ্ন রেখে যাচ্ছেন। অতীতে মানুষ খুব কমই ব্রেজনেভিজম, গর্বাচেভিজম বা ইয়েলৎসিনিজম নিয়ে কথা বলেছেন। কিন্তু পুতিনিজমও একটি বিষয় হয়ে উঠেছে।

পাঠকের মতামত

বর্তমান সময়ে পুতিনের মতো শক্তিশালী প্রেসিডেন্টই দরকার।

Md Nurul Amin
১০ মে ২০২৪, শুক্রবার, ২:৫৫ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status