ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

ভারত

ভোটের আবহে কলেজের ভিতরেই কুপিয়ে খুন কর্ণাটকের কংগ্রেস নেতার মেয়েকে

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২১ অপরাহ্ন

লোকসভা ভোটের আবহে উত্তপ্ত ভারতের রাজনীতি। এই আবহে কলেজের মধ্যেই খুন হলেন কংগ্রেস নেতার মেয়ে। কর্নাটকের বিভিবি কলেজের ক্যাম্পাসে নেহা হিরেমথেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠী ফয়াজের বিরুদ্ধে। নেহা হুবলী জেলার কংগ্রেস নেতা নিরঞ্জন হিরেমথের কন্যা ছিলেন। বিভিবি কলেজ থেকে কম্পিউটার অ্যাপলিকেশনে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছিলেন নেহা।  কলেজ ক্যাম্পাসের মধ্যে ফয়াজ নামে এক তরুণ কুপিয়ে খুন করেন তাকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারছেন যুবক। সকলে সেই দৃশ্য দেখে আতঙ্কিত। তরুণীকে মেরে ফেলে রেখে পালিয়ে যান যুবক।কলেজের বাকি পড়ুয়ারা রক্তাক্ত অবস্থায় নেহাকে পড়ে থাকতে দেখেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

বিজ্ঞাপন
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এবিভিপি ও বিজেপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান কলেজের বাইরে।  যুবকের সঙ্গে নেহার প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন। কিন্তু সম্প্রতি তিনি অভিযুক্তকে এড়িয়ে চলছিলেন বলে অভিযোগ। এই ঘটনাকে ‘লাভ জেহাদ’ বলে দাবি কন্যাহারা বাবার। অভিযোগ ওঠার পর সরব হয়েছে বিজেপিও। যদিও দক্ষিণী রাজ্যের প্রশাসন এই খুনে ‘লাভ জেহাদে’র তত্ত্ব মানতে নারাজ। অভিযোগ উড়িয়ে দিচ্ছে হাত শিবির। ২৩ বছরের নেহা হিরেমথের মৃত্যু ঘিরে যখন দক্ষিণের রাজ্য-রাজনীতি  উত্তাল, তখন কর্ণাটকের  সিদ্দারামাইয়া সরকার জানিয়ে দিয়েছে, ব্যক্তিগত কারণেই এই হত্যাকাণ্ড। শুধু তা-ই নয়, রাজ্যের আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে বিরোধী দলগুলো, এমনও অভিযোগ তুলেছে কর্নাটকের কংগ্রেস সরকার। হুবলীর পুলিশ কমিশনার রেণুকা সুকুমার জানিয়েছেন, পলাতক অভিযুক্তকে ঘণ্টা কয়েকের মধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত এগোলে গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে জানান রেণুকা।

সূত্র : livemint

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status