ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

ভারত

লোকসভা নির্বাচন-২০২৪

বুথের বাইরে মর্মান্তিক মৃত্যু সিপিএম কর্মীর

কলকাতা প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

ভারতের বুকে শুরু হয়েছে প্রথম দফা লোকসভা নির্বাচন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে পশ্চিমবঙ্গের  আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। জলপাইগুড়িতে মোট ভোটার রয়েছে ১৮,৮৫,৯৬৩ জন। মোট প্রার্থী ১২ জন। মোট বুথ ১৯০৪টি। সকাল থেকে নির্বিঘ্নেই চলছিলো ভোটদান। হঠাৎই ছন্দপতন। বুথের বাইরে মর্মান্তিক মৃত্যু সিপিএম কর্মীর। ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ১৫/১২৪ নম্বর বুথের বাইরে সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসে ছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস(৫৮)। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন
দ্রুত তাকে দলের অন্য কর্মীরা হাসপাতালেও নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আচমকা কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন, আগে থেকে কোনও শারীরিক অসুস্থতা ছিল কিনা সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় সিপিএম নেতারা।  ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। সিপিএম নেতা জয়ন্ত মজুমদার জানান, মর্মান্তিক ঘটনা। দলের বড় ক্ষতি হল।

এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় কোচবিহারে। মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু (‌৪২)‌। বিহারের নওয়াদা জেলার বাসিন্দা নীলু কোচবিহারে বেলতলা এলাকায় নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তার নাক, মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status