ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বিশ্বের দীর্ঘ আলপনায় হাওরে রঙিন বৈশাখ

আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

বৈশাখে নতুন ধান ঘরে তোলার মধ্যদিয়ে হাওরে শুরু হয় বাংলা নববর্ষ। হাওরবাসীর কাছে ‘বৈশাখী’ নামে পরিচিত এই উৎসবকে ঘিরে চারদিকে চলে আনন্দ-হুল্লোড়, প্রাণের উচ্ছ্বাস। সংসারের খোরাকি, ছেলে-মেয়েদের লেখাপড়া, হাট-বাজার এমনকি বিয়েশাদিও এই ‘বৈশাখী’কেই ঘিরে। এবার হাওরের এই বৈশাখ উদ্‌যাপনে যুক্ত হয়েছে এক ভিন্নমাত্রা। হাওরের অলওয়েদার সড়কের ১৪ কিলোমিটার জুড়ে আঁকা হয়েছে বিশ্বের দীর্ঘতম আলপনা। বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে ‘আলপনায় বৈশাখ-১৪৩১’ নামে বিশ্বের দীর্ঘতম আলপনাটি এঁকেছেন ৬৫০ জন আঁকিয়ে। এই আলপনাকে ঘিরে হাওর এখন উৎসবের রঙে রঙিন। মিঠামইনে হাওরের অলওয়েদার সড়কে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকার কাজটি যৌথভাবে বাস্তবায়ন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশান, এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড ও বার্জার পেইন্টস।

গত ১২ই এপ্রিল মিঠামইনের জিরো পয়েন্টে রঙ তুলির আঁচড় দিয়ে আলপনা আঁকার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এসময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ডিএমপি’র ডিবি প্রধান মো. হারুন অর রশীদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম-সেবা, পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, বাংলালিংক লিমিটেড এর চিফ হিউম্যান রিসোর্স কর্মকর্তা মন্‌জুলা মোর্শেদ, বার্জার পেইন্ট লিমিটেডের পরিচালক মহসিন হাবিব চৌধুরী, চিত্রশিল্পী মো. মনির উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে পহেলা বৈশাখের দিন রোববার সকালে তুলির শেষ আঁচড় দিয়ে ১৪ কিলোমিটার দীর্ঘ আলপনাটি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

বিজ্ঞাপন
এসময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এশিয়াটিক থ্রি সিক্সটি-এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ জাকের এবং আয়োজন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ‘আলপনায় বৈশাখ-১৪৩১’ এ অলওয়েদার সড়কের মিঠামইন জিরো পয়েন্টে থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার অংকনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আল্পনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা নেয়া হয়েছে। ৬৫০ জন চিত্রশিল্পী এতে অংশ নিয়েছেন। এতে প্রায় সাড়ে ৯ হাজার লিটার রঙ লেগেছে। এদিকে বিস্তীর্ণ হাওরের সোনালী ধান ক্ষেতের মাঝদিয়ে বয়ে যাওয়া অলওয়েদার সড়কটি আলপনায় রাঙানোর পর রঙিন হয়ে উঠেছে সড়কটি। রঙিন এই সড়কের নান্দনিক সৌন্দর্য্য দেখে অভিভূত হচ্ছেন সবাই। আলপনা রাঙানো সড়কের সৌন্দর্য্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। পরিবার-পরিজন নিয়ে ছুটছেন অনেকেই। সেলফি আর ফটোসেশনের মাধ্যমে আলপনার রঙে রাঙাচ্ছেন নিজেদের। হাওরের সবুজ প্রকৃতি আর আলপনার রঙের সম্মিলনে নেচে উঠছে হৃদয়-মন। এ ব্যাপারে বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় সব উৎসব উদযাপনে বাংলালিংক গভীরভাবে দায়বদ্ধ। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ এ সকল উৎসবের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলালিংক-এর এই আয়োজন ভবিষ্যত প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও দেশীয় উৎসবকে তুলে ধরার একটি প্রয়াস। এশিয়াটিক থ্রি সিক্সটি-এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ জাকের বলেন, বাংলালিংক ও বার্জারের সঙ্গে যৌথভাবে ‘আলপনায় বৈশাখ-১৪৩১’ আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত কারণ এশিয়াটিক বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সৃষ্টিশীলতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status