ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

মঙ্গল শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় নতুন বছরকে বরণ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে

অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১৪ এপ্রিল ২০২৪, রবিবার, ৯:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৩ অপরাহ্ন

mzamin

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও নানা আনুষ্ঠানিকতায় বাংলা নববর্ষ ১৪৩১-কে বরণ করে নিল ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি। ১৪ এপ্রিল সকালে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বর্ণিল এ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তরা ১৩নং সেক্টরস্থ  শান্ত-মারিয়াম একাডেমি ভবনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির ও উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন। 
বর্ষবরণকে কেন্দ্র করে ক্যাম্পাসে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাঙ্গালি সংস্কৃতির নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।
ঈদুল ফিতরের বন্ধ থাকলেও বর্ষবরণ ও বৈশাখী উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। তারা রঙ্গিন পোশাকে ক্যাম্পাসে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাংলা নতুন বছরকে বরণ করে নেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status