ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

যুক্তরাষ্ট্র দলে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ৩:৫৬ অপরাহ্ন

mzamin

এক সময় নিউজিল্যান্ডের নিয়মিত একাদশের সদস্য ছিলেন কোরি অ্যান্ডারসন। দীর্ঘ পাঁচ বছর ব্ল্যাক ক্যাপদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট রাঙিয়েছেন এই অলরাউন্ডার। সাবেক কিউই তারকা এখন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকের অপেক্ষায়। আগামী মাসে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যুক্তরাষ্ট্র দলে রাখা হয়েছে অ্যান্ডারসনকে। 

২০১৩ সালে নিউজিল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক কোরি অ্যান্ডারসনের। ২০১৮ সালে কিউইদের হয়ে সবশেষ ম্যাচটি খেলেন তিনি। এরপর ২০২০ সালে ঘোষণা দেন অবসরের। আর গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনার কথা জানান অ্যান্ডারসন। তিনি বলেছিলেন, ‘মিথ্যা বলব না, আরেকটি বিশ্বকাপ খেলাটা রোমাঞ্চকর। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন আয়োজক। আর যদি আরেকটু লম্বা সময় টিকে থাকতে পারি, তাহলে হয়তো অলিম্পিকেও যুক্ত হওয়ার চেষ্টা করতে পারব।’ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। 

৩৩ বছর বয়সী অ্যান্ডারসনের স্ত্রী মেরি মারগারেট যুক্তরাষ্ট্রের বাসিন্দা।

বিজ্ঞাপন
তার সুবাদে পরিবারসহ কয়েক বছর ধরেই টেক্সাসের ডালাসে বাস করছেন নিউজিল্যান্ডের হয়ে ৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যান্ডারসন। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লীগ ক্রিকেটেও এরই মধ্যে খেলেছেন। 

অ্যান্ডারসনের পাশাপাশি যুক্তরাষ্ট্র দলে রাখা হয়েছে হারমীত সিংকেও। এ বাঁহাতি অলরাউন্ডার ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারত দলের সদস্য ছিলেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের ম্যাচ ফিক্সিংকাণ্ডে তার নাম এসেছিল, যদিও পরে সব রকম অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয় তাকে। কানাডার বিপক্ষে সিরিজেও যুক্তরাষ্ট্রকে নেতৃত্বে থাকছেন মোনাক প্যাটেল। সিরিজের দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন সন্নিকটে, তখন আমাদের দলের জন্য এ সিরিজের তাৎপর্য অনেক। আমাদের কিছু নতুন খেলোয়াড় এসেছে দলে। এগুলো আমাদের ঠিক কম্বিনেশন খুঁজে পেতে এবং বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিতে সহায়তা করবে।’ 

আগামী ৭ থেকে ১৩ এপ্রিলের মধ্যে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে কানাডার সঙ্গে খেলবে যুক্তরাষ্ট্র। একই মাঠে আগামী ২১ মে থেকে ২৫ মের মধ্যে বাংলাদেশের সঙ্গেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। 

কানাডা সিরিজে যুক্তরাষ্ট্র দল 
মোনাক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, গজানন্দ সিং, হারমীত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতীশ কুমার, নশটুশ কেঞ্জিগে, সৌরভ নেত্রভাল্কার, শেডলি ফন স্কালওয়েক, স্টিভেন টেলর ও উসমান রফিক।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status