ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

যে কারণে আইপিএল ছাড়লেন সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২১ অপরাহ্ন

mzamin

পাঁচ ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিরিজটি শুরু হবে আগামী ৩মে থেকে। সিরিজটি খেলতে আইপিএল ছেড়েছেন সিকান্দার রাজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজা নিজেই এ বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ভারত। আমাকে নেওয়ার জন্য আইপিএল এবং পাঞ্জাব কিংসকেও ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। এখন দেশের প্রতি দায়িত্ব পালনের সময়। আমাদের খুব দ্রুতই আবার দেখা হবে।’

এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন রাজা। নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নাম্বারে আছে পাঞ্জাব।

বিজ্ঞাপন
দলটির হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রাজা। দুই ম্যাচে ২১.৫০ গড়ে ৪৩ রান এসেছে তার ব্যাট থেকে। আর বল হাতে এক ম্যাচে বোলিং করে কোনো উইকেট পাননি। 

রাজার কাছে সবার আগে জাতীয় দল। বিশ্বের যে লীগেই খেলেন না কেন, যদি সেই সময়ে জাতীয় দলের খেলা থাকে তাহলে কোনোরকম দ্বন্দ্ব ছাড়াই তা ছেড়ে দেশের হয়ে খেলতে যাবেন রাজা। এমনকি নাইজেরিয়ার মতো খর্ব শক্তির দলের বিপক্ষেও যদি সিরিজ থাকে, তাহলেও সেটিই বেছে নেবেন এই অলরাউন্ডার। কয়েক দিন আগেই জিম্বাবুয়েভিত্তিক ওয়েবসাইট থ্রি-মোবডটকমকে রাজা বলেন, ‘আমি সেখানে থাকব ইনশা আল্লাহ। (বাংলাদেশ সিরিজের জন্য) আইপিএল ছেড়ে যাচ্ছি।’ সম্প্রতি আরেকটি ওয়েবসাইটকে রাজা বলেন, ‘আমি জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতিশ্রুতি দিয়েছি, দেশের একটা সীমিত ওভারের ম্যাচও আমি মিস করব না। এর কারণে যে লীগকেই ছেড়ে যেতে হোক না কেন। জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিন দিন পরই সিরিজ আছে, আর প্রতিপক্ষ নাইজেরিয়া, তাতে আমার কিছু যায়– আসে না। জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয়, তাহলে আমি পিএসএল ছেড়ে যাব। যদি আইপিএলের সময় সিরিজ আসে, আমি আইপিএল ছেড়ে যাব। গ্লোবালটি-টোয়েন্টি, সিপিএল, আইএলটি-টোয়েন্টি যে লীগই হোক না কেন।’

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status