ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘বিশ্বকাপে গিয়ে নার্ভাস ছিলাম না, তারই পুরস্কার এটা’

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
mzamin

গত অক্টোবরে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করে ইতিহাস গড়েন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। পাঁচ ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং করা সৈকত তখন বেশ প্রশংসাও কুড়ান। এবার তিনি আইসিসির এলিট প্যানেলে জায়গা পেলেন। বিশ্বকাপে নার্ভাস কাটিয়ে আত্মবিশ্বাসী আম্পায়ারিং করাতেই এলিট প্যানেলে জায়গা পেয়েছেন বলে মত সৈকতের। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়া সাক্ষাৎকারে সৈকত বলেন, ‘আমি যতগুলো ম্যাচ করেছি সবগুলোই ইন্টারেস্টিং ছিল... হয়তোবা ফাস্টেট হান্ড্রেড হয়েছে, সাতদিন পরেই সেটা ভেঙেছে ম্যাক্সওয়েল আবার ২০০ করেছে। আফগানিস্তান ইংল্যান্ডকে হারালো, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটা খুব টাইট ছিল। তবে আমার কাছে সবচেয়ে কঠিন ম্যাচ আফগানিস্তান-নেদারল্যান্ডসের। আমার মনে হয় আমি একটা ইমপ্রেশন তৈরি করেছিলাম, একটা ইমেজ গড়ার জন্য যেটা দরকার ছিল। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে গিয়ে নার্ভাস ছিলাম না, আমার মনে হয় ওটারই পুরস্কার এটা।’  
একই সাক্ষাৎকারে তরুণ যারা আম্পায়ারিং করতে চান তাদের জন্যও পরামর্শ দেন দেশসেরা এই আম্পায়ার। তার মতে এই পেশায় আসতে গেলে কখনোই আত্মবিশ্বাস হারানো যাবে না, বিশ্বাস রাখতে হবে নিজের উপর।

বিজ্ঞাপন
সৈকত বলেন, ‘আম্পায়ারিং দেখতে সহজ মনে হলেও এটি সহজ কাজ নয়। আমি ক্রিকেট খেলে আসছি, অনেক কিছু করে আসছি কিন্তু আমার মনে হয় আম্পারিংয়ের চেয়ে কঠিন কাজ এখনও করিনি। কেউ যদি আসতে চায়... আম্পায়ারিংয়ে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন হয়। আপনি কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন না কোনোদিন এমন হবে না। আমাদের দেশে আম্পায়ারদের খুবই সমালোচনার ভিতর দিয়ে যেতে হয়। এ কারণে আমি তাদের বলবো কখনো নিজের উপর আত্মবিশ্বাস না হারাতে। ওই স্টেজটা আমিও পার করে আসছি। আর অনেকে হয়তো আম্পায়ারিংয়ে বিখ্যাত হতে আসে, ভাইরাল হতে আসে। তবে আম্পায়ারিং এমন একটা পেশা ফাইনান্স অফিসার বা জজের মতো, যে আপনি কখনোই জনপ্রিয় হতে পারবে না। আপনাকে সবার শ্রদ্ধা আদায় করতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের সবসময় লো প্রোফাইল মেইনটেন করতে বলা হয়, যেটা আমি সবসময় করে আসছি। এটা যদি সবাই করতে পারে আর আত্মবিশ্বাস রেখে লক্ষ্য স্থির রাখতে পারলে সফল হবেই।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status