ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপ ব্যর্থতায় খেলা ছাড়তে চেয়েছিলেন রিচার্লিসন

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
mzamin

 ২০২২ ফিফা ওয়ার্ল্ডকাপে কোয়ার্টার ফাইনালে থামে ব্রাজিলের মিশন। স্বপ্নভঙ্গে বিষণ্ন হয়ে পড়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। মানসিকভাবে বিধ্বস্ত রিচার্লিসন ছেড়ে দিতে চেয়েছিলেন ফুটবল খেলা। স্বাভাবিক জীবনে ফিরতে দ্বারস্থ হন মনস্তত্ত্ববিদের।
কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ছিল ব্রাজিল। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার পরীক্ষায় স্বপ্ন ভাঙে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়ুসরা। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে রিচার্লিসন জানান, বিশ্বকাপের পর খেলা থেকে মন উঠে গিয়েছিল তার। টটেনহ্যাম হটস্পারের ২৬ বছর স্ট্রাইকার বলেন, ‘মাত্রই বিশ্বকাপ খেললাম তখন, নিজের খেলার চূড়ায় ছিলাম। ধৈর্য্যরে শেষ সীমানায় পৌঁছে যাচ্ছিলাম... জানি না আসলে... নিজেকে শেষ করে দেয়ার কথা বলছি না আমি, তবে বিষন্নতায় ভুগছিলাম। সব ছেড়ে দিতে চেয়েছিলাম।’ 
রিচার্লিসন বলেন, ‘আমার মতো একজন মানুষ, যাকে মনে হতো মানসিকভাবে ভীষণ শক্ত... বিশ্বকাপের পর মনে হচ্ছিল, সবকিছু চুরমার হয়ে গেছে।

বিজ্ঞাপন
অনুশীলনে যাওয়ার আগে আমার মনে হতো, বাড়ি ফিরে যাওয়াই ভালো। বাড়িতে ফিরে গিয়ে নিজের ঘরে বসে থাকতে ইচ্ছা হতো আমার... জানি না মাথার ভেতর কী চলছিল। এমনকি বাবার কাছে গিয়েও বলেছি যে, আমি (খেলা) ছেড়ে দিতে চাই।’ রিচার্লিসন বলেন, “বিশ্বকাপের পর যেসবের ভেতর দিয়ে যাচ্ছিলাম আমি... বাবার সঙ্গে এসব কথা বলা ছিল খুবই দুঃখজনক, যে ছিল আমার পথচলার সঙ্গী এবং একসঙ্গেই স্বপ্নটাকে তাড়া করেছি আমরা... তার কাছে গিয়ে বলা যে, ‘বাবা, আমি খেলা ছেড়ে দিতে চাই’... পুরো পাগলাটে ব্যাপার ছিল সেটি।” বিষন্ন রিচার্লিসন এরপর দ্বারস্থ হন মনোবিদের। তিনি বলেন, ‘থেরাপিস্ট তখন আমাকে বাঁচিয়েছে... পছন্দ করুন আর না করুন, আমার জীবন বাঁচিয়েছেন তিনি। তখন আমি শুধু ফালতু কথাই ভেবেছি। কারো যদি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে যাওয়া উচিত, কারণ কারো কাছে এভাবে খোলামেলা হওয়া, মন খুলে কথা বলা, এসব খুবই জরুরি এই সময়ে।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status