ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

“ট্রি অব পিস” পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বক্তব্য

স্টাফ রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২২ অপরাহ্ন

mzamin

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ‘ট্রি অব পিস’ পুরস্কার গ্রহণের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে ইউনূস সেন্টার। এতে পুরস্কার গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। 
এতে বলা হয়, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে মার্চ ১৪-১৬, ২০২৪ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামে বিশেষ বক্তা হিসেবে ভাষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বাকু ফোরামের আয়োজক “নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার”-এর মহাসচিব মি. রভশান মুরাদভ প্রফেসর ইউনূসকে পাঠানো ইমেইলে জানান যে, এই সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও এর সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেস্কো প্রদত্ত একটি পুরস্কার প্রদান করা হবে।  

নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার থেকে প্রফেসর ইউনূসকে পাঠানো বাকু ফোরামের অফিসিয়াল প্রোগ্রামেও প্রফেসর ইউনূস ইউনেস্কো’র পুরস্কার গ্রহণ করবেন বলে উল্লেখ আছে। প্রফেসর ইউনূসকে বাকু ফোরামের সমাপনী ডিনারে যোগদানের বিষয়টি বিশেষভাবে মনে করিয়ে দেয়া হয় যাতে তিনি “ট্রি অব পিস” পুরস্কারটি গ্রহণের জন্য স্টেজে সশরীরে উপস্থিত থাকেন । 

ইউনূস সেন্টার তার প্রেস রিলিজে ইউনেস্কোর পুরস্কারের বিষয়টি উল্লেখ করে। 
ইউনূস সেন্টারের ব্যাখ্যায় বলা হয়, প্রফেসর ইউনূসকে প্রদত্ত “ট্রি অব পিস” ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য।

এর পূর্বে ২০২৩ এর জুন মাসে প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক ইউনেস্কোর প্রধান কার্যালয় পরিদর্শনের সময় ইউনেস্কো এবং প্রফেসর ইউনূস প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন ইউনূস স্পোর্টস হাব-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার উদ্দেশ্য ছিল ইউনেস্কোর ফিট ফর লাইফ ফ্ল্যাগশীপের অধীনে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করে যাওয়া।
 

পাঠকের মতামত

ইউনূস সেন্টারের বক্তব্যটি অসম্পূর্ণ।‌ তিনি পুরস্কারটি পেয়েছেন অথবা পান নি , এটা পরিষ্কার করে বললেই হতো ।

Andalib
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৫ অপরাহ্ন

চিঠির বিষয়বস্তু পরিষ্কার বুঝতে পারছিনা ইউনুস সেন্টার কতৃপক্ষকে অনুরোধ করছি বিষয়টি জনগনের কাছে খোলাসা করার জন্য।

মিলন আজাদ
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status