ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

যুক্তরাজ্য বিএনপি'র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা-ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

(৪ সপ্তাহ আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৯:১৬ পূর্বাহ্ন

mzamin

লন্ডনে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) যুক্তরাজ্যে শাখার উদ্যোগে ২৬শে মার্চ মঙ্গলবার লন্ডনের স্থানীয় ৩টি হলে একযোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দুই পর্বের অনুষ্ঠানটি শুরু হয়। প্রথম পর্বে ছিলো বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা এবং ২য় পর্বে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও ইফতার মাহফিল। 
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান। 
অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার এম এ সালাম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আনোয়ার হোসেন খোকন।  যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সোহো সভাপতি তাজুল ইসলাম,  সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, দপ্তর সম্পাদক (যুগ্ন সাধারণ সম্পাদক পদমর্যাদায় ) ড. মুজিবুর রহমান মুজিব, সেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহীন , যুবদল সাধারণ সম্পাদক আফজাল হোসেন । 
অনুষ্ঠানে বরেণ্য কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ড.আবুল হাসনাত, পাশা খন্দকার, মুফতি সদর উদ্দিন, ব্যারিস্টার আবু বকর মোল্লা, অহিদ আহমেদ প্রমুখ। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, তাজুল ইসলাম, সলিসিটর্স ইকরাম মজুমদার,  এম এ মুকিত, আবেদ রাজা, যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল,  ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুগ্ন সম্পদক টিপু আহমেদ বাবুল আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বে), জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপ শাখার সমন্নয়ক কামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুবদল যুক্তরাজ্য শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা  যুবদলের কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, প্রচার সম্পাদক ডালিয়া লাকুড়িয়া ,সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ খান হেভেন, নজরুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, জাসাস যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি এম এ সালাম, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক প্রমুখ।

তিন হলে একযোগে অনুষ্ঠান আয়োজন সম্পর্কে যুক্তরাজ্য বিএনপি জানিয়েছে, অতিরিক্ত অতিথি থাকায় বৃহৎ একটি হলে জায়গা সংকুলান না হওয়ার কারণে পরে কমিউনিটির  অতিথি ও দলীয় নেতা কর্মীদের জায়গা দিতে পরে আরো বৃহৎ দুটি হল নেয়া হয় । 
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক,  কমিউনিটি , যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী বৃন্দ। 
আলোচনায় বক্তারা স্বধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দোয়া মাহফিলে সমস্ত মুসলিম উম্মার মঙ্গল কামনা করা হয়।

বিজ্ঞাপন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন/ কাউসার সভাপতি, রাজীব সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status