ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

টরেন্টোতে ২৭ শে এপ্রিল ‘বিসিই ঈদ গালা নাইট’-এর জমজমাট আসর

স্টাফ রিপোর্টার, কানাডা থেকে

(১ মাস আগে) ২৭ মার্চ ২০২৪, বুধবার, ৪:০১ অপরাহ্ন

mzamin

ঈদের পরই কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিই ঈদ গালা নাইট’। এজন্য জমজমাট আয়োজন করেছে বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোর (বিসিই) নামে ফেসবুক পেজ গ্রুপটি। 
আয়োজন প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নাচ, গান, ডিজে কোন কিছু বাদ যাচ্ছে না ঈদ গালা নাইটে। ডিজে রাহাত-এর সুরের মূর্ছনায় মাতোয়ারা হবেন অতিথিরা। রয়েছে সুস্বাদু এপিটাইজারসহ ডিনার। 
বিসিই ফেসবুক গ্রুপের এডমিন শাহানা বেগম জানান, ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। প্রবাসে এই ঈদের আনন্দকে রাঙ্গিয়ে তুলতে আমরা ‘বিসিই ঈদ গালা নাইট’ আয়োজন করেছি। জমকালো এ অনুষ্ঠানটি ২৭শে এপ্রিল শনিবার রাতে টরেন্টোর গ্র্যান্ড সিনেমুন বেনকুইট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। 

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঈদ গালা নাইটটি সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে চলবে মধ্যরাত অবধি। গান ও নাচ পরিবেশনায় মাতোয়ারা হবেন উপস্থিত দর্শকরা। স্থানীয় জনপ্রিয় বাংলাদেশি কানাডিয়ান শিল্পীদের পারফরম্যান্স উপস্থিত অতিথিদের বাড়তি আনন্দ দেবে। থাকবে প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলা, ৩৬০ ডিগ্রি ক্যামেরা দিয়ে ছবি তোলা, ফটো বুথ, র‌্যাফেল ড্রসহ নানা কিছু। 
বিসিই’র আরেক এডমিন নাহিদ নাসরীন জানান, গান, নাচ, ছবি তোলার পাশাপাশি আমরা সুস্বাদু বুফে ডিনারের আয়োজন করেছি।

বিজ্ঞাপন
আশা করছি সবাই মজাদার খাবারের সাথে সাংস্কৃতিক পর্ব বেশ ভালোভাবেই উপভোগ করবেন। বিসিই জানিয়েছে, ডিনারের পর ঝাকানাকা ডিসেকো মধ্য রাত অবধি চলবে। ডিজে পরিবেশন করে মাতিয়ে রাখবেন জনপ্রিয় ডিজে রাহাত। কেউ চাইলে [email protected] এই ই-মেইলে ই-ট্টান্সফার করে রেজিস্ট্রেশন করতে পারবেন। পূর্ণ বয়স্কদের এন্ট্রি ফি ৫০ ডলার, সাত থেকে ১৩ বছর বয়সীদের জন্য ২৫ ডলার এবং সাত বছরের নিচের বাচ্চাদের প্রবেশাধিকার ফ্রি রাখা হয়েছে। 

উল্লেখ্য, বিসিই ঈদ গালা নাইটটি স্পন্সর করেছেন সদালাপী রিয়েলটর সারওয়ার আহমেদ, ভদ্র ও অমায়িক ব্যারিস্টার এন্ড সলিসিটর আরিফ ইমতিয়াজ, সদা হাস্যময় তরুণ অ্যাকাউনট্যান্ট মোর্শেদ নিজাম, রকষ্টার এবং রিয়েলটর, মর্টগেজ এজেন্ট ও বিল্ডার রাফি আলম, অলটাইম কুল রিয়েলটর ও মর্টগেজ এজেন্ট দীন ইসলাম, গুছিয়ে কথা বলার ওস্তাদ ব্যারিস্টার এন্ড সলিসিটর সূয চক্রবর্তী, জাত খেলোয়াড় রিয়েলটর শেখ হাসিব হোসেন, ডিল মাস্টার রিয়েলটর ও মর্টগেজ এজেন্ট তাহমিদ আহমেদ, রিয়েল এস্টেট ক্লোজিং মাস্টার ব্যারিস্টার এন্ড সলিসিটর সাকিব আলম, নামি মর্টগেজ এজেন্ট এহসান খসরু এবং রুপসী বাংলা রেস্টুরেন্ট।  
 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন/ কাউসার সভাপতি, রাজীব সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status